শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


‘ক্ষমতায় থাকলে সব মাফ আর বিরোধী দলে থাকলেই সব অপরাধ’


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০১৮

ডেস্ক রিপোর্ট:

সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ বলেন, আওয়ামী লীগ যদি মনে করে বেগম জিয়ার সাজা হওয়ায় বিএনপি নির্বাচন থেকে সরে যাবে, তাহলে ভুল করবে।

নবনীতা চৌধুরী’র সঞ্চালনায়  নিয়মিত অনুষ্ঠান রাজকাহনে ‘বিএনপি কী করবে’ বিষয়ক আলোচনায় তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের বার্তা প্রধান মনঞ্জুরুল আহসান বুলবুল।

মাহফুজ উল্লাহ বলেন, দুর্নীতি মামলায় বেগম জিয়ার সাজা হয়েছে। বিএনপি’র নেতারা আগেই যদি বুঝে না থাকেন, তাহলে বলবো তারা বোকামি করেছে। সরকার জোটের এরশাদ ও মন্ত্রীদের বিভিন্ন বক্তব্যে বিষয়টি আগেই স্পষ্ট হয়ে উঠেছিল।

বেগম জিয়ার মামলা রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। কারণ মামলার রায় নিয়ে আগেই সরকারি দলের মন্ত্রীরা জেল খাটতেই হবে বলে দিয়েছেন। মামলাটি ২০০৮ হয়েছিল। সরকার বদল হওয়ার পরে যারা সরকার দলে তাদের সকলের মামলা শেষ হয়ে গেছে। বিরোধী যারা ছিল বিএনপি চেয়ারপারসন না শুধু দলের অন্য সকল নেতাদের মামলা রয়ে গেছে। আইনজীবিরা অনেক কথাই বলবেন, মামলা অনেক কারণে রয়ে গেছে। কিন্তু জনগণের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়েছে। আপনি ক্ষমতায় থাকলে সব মাফ আর বিরোধী দলে থাকলেই সব অপরাধ।

বিএনপি যখনই বলেছে তারা নির্বাচনে যাবে। তখন থেকে ক্ষমতাসীনরা তাদের ঘায়েল করবার জন্য নতুন উদ্দোগ নিয়েছে। যাতে বিএনপি নির্বাচন থেকে সরে যায়। কারণ আওয়ামী লীগ জানে বিএনপিই তাদের একমাত্র শক্ত প্রতিপক্ষ। তাই যে করে হোক বিএনপিকে কোন না কোনভাবে নাজেহাল-নাস্তানাবুদ করে। নির্বাচন থেকে দূরে রাখা । যাতে বিএনপি নির্বাচন থেকে সরে যায়। কিন্তু আওয়ামী লীগ যদি মনে করে বিএনপি বেগম জিয়ার সাজা হওয়া বিএনপি নির্বাচন থেকে সরে যাবে। তাহলে ভুল করবে।

পূর্বাশানিউজ/১০ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি