মঙ্গলবার,২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ফেসবুকে আসছে ডাউনভোট বাটন


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:
ফেসবুকে বরাবরের মতই ডাউনভোট বাটন যুক্ত করতে প্রতিনিয়তই অনুরোধ জানিয়ে আসছিলেন ব্যবহারকারীরা। এবার সেই অনুরোধ মঞ্জুর হয়েছে৷ ফেসবুকে আসছে ডিসলাইক বাটন। অপছন্দের কমেন্ট,ছবি ও বিভিন্ন পোস্টে করা যাবে এই ডিজলাইক বা ডাউনভোট বাটনের ব্যবহার৷

তবে ঠিক ডিজলাইক বাটন নয়, এই ডাউনভোট বাটনের নিজস্ব কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে৷ কমেন্ট সেকশনে চালু হতে চলেছে ডাউনভোট বাটন৷ প্রাথমিকভাবে এটি ডিজলাইক বাটনের মতোই কাজ করবে৷ তবে যারা কমেন্ট বা পোস্টে ডিজলাইক বাটনের ব্যবহার করবেন, তাদের জন্য সেই অপছন্দের পোস্ট বা কমেন্ট হাইড করে দেওয়া যাবে৷ আর সেটি করতে পারবেন যিনি ওই পোস্ট বা কমেন্ট করেছেন, তিনি৷

কমেন্টটি অশালীন নাকি অপ্রাসঙ্গিক, তা জানানোর ‘অপশন’ থাকবে৷ ফেসবুক জানিয়েছে, রিঅ্যাকশন বাটন চালু করা হবে৷ এই বাটনের সঙ্গে যুক্ত হবে ডাউনভোট বাটন। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারে এখন থাম্পস আপ বা লাইক বাটন চালু আছে। এই বাটনে থাম্পস ডাউন বা ডিসলাইক বাটন চালু করতে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ফেসবুক।

বৃহস্পতিবার ফেসবুকের পরীক্ষানিরীক্ষা প্রকাশ্যে আসে৷ তবে কিছু সময় পরেই তা তুলে নেওয়া হয়৷ তবে ঠিক কবে নাগাদ এই বাটনটি চালু হবে সে বিষয়ে পরিস্কার করে ফেসবুক কিছু জানায়নি। তাদের ভাষ্য, এটি এখনও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে।

ফেসবুক ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি ব্যবহারকারীদের পোস্টে লাইক বাটনের সঙ্গে নতুনভাবে লাভ, হাহা, ওয়াও, স্যাড এবং অ্যাংরি ইমোটিকন যুক্ত করে। আর শুরু থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছে ইমোটিকনগুলো। সম্প্রতি এক বিবৃতিতে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়,প্রায় ৩০ হাজার কোটি রিঅ্যাকশন এর মধ্যে প্রায় ১৭৯ কোটিরও বেশি ব্যবহারকারীই কেবল লাভ রিঅ্যাকশন ব্যবহার করেছেন।

পূর্বাশানিউজ/১০ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি