শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ইসরায়েলে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইনটেল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৮

ডেস্ক রিপোর্ট :

ইসরায়েলে আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক বিস্তৃত করতে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। ইসরায়েলে এরই মধ্যে ইনটেল ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ন্যানোমিটার প্রযুক্তি উন্নয়নে ইনটেল ইসরায়েলে ফের বিনিয়োগ করছে।

ইসরায়েলের অর্থমন্ত্রণালয় বলছে ইনটেলের এ বিনিয়োগ দেশটির অর্থনীতিকে আরো গতি এনে দেবে। যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের যে কর সংস্কারের ইনটেল ক্ষতিগ্রস্ত হয়েছে তা পুষিয়ে নিতে আন্তর্জাতিক বিনিয়োগে ঝুঁকছে প্রতিষ্ঠানটি। ইসরায়েল সেই সুযোগ গ্রহণ করেছে।

ইসরায়েলে ইনটেলের লোকবল রয়েছে ১০ হাজার। গত বছর ইসরায়েলে ইনটেল ১০ বিলিয়ন ডলারের প্রযুক্তি পণ্য বিক্রি করে। একই সময়ে ইনটেল ইসরায়েল রফতানি করেছে ৩.৬ বিলিয়ন ডলারের পণ্য। ৪০ বছর আগে ইসরায়েলে ইনটেল যাত্রা শুরুর পর এ পর্যন্ত প্রতিষ্ঠানটির রফতানির পরিমাণ হচ্ছে ৫০ বিলিয়ন ডলার।

পূর্বাশানিউজ/ ১৯ ফেব্রুয়ারী ২০১৮/মাহি

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি