শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আগামী বাজেটে ইন্টারনেটে ভ্যাট কমানোর আশ্বাস অর্থমন্ত্রীর


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

আগামী অর্থবছরের বাজেটে ইন্টারনেট ব্যবহারে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানোর আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সফট এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে এ আশ্বাস দেন তিনি।

‘ডিজাইনিং দ্য ফিউচার’- এ স্লোগান নিয়ে শুরু হওয়া তথ্যপ্রযুক্তির এ বৃহত্তম প্রদর্শনী সফট এক্সপো আগামী রবিবার শেষ হবে। এতে প্রায় ২০০ দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিষ্ঠানের পণ্য এবং সেবা প্রদর্শন করা হচ্ছে।

প্রদর্শনীতে এলাকাকে সফটওয়্যার সেবা প্রদর্শনী জোন, উদ্ভাবনী মোবাইল সেবা জোন, ডিজিটাল কমার্স জোন, আইটিইএস ও বিপিও জোনে ভাগ করা হয়েছে। এ ছাড়া থাকছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সেমিনার, আইটি জব ফেয়ার, ইনোভেশন জোন।

পূর্বাশানিউজ/ ২২ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি