বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আখাউড়ায় শিক্ষা সফরের বাস খাদে, আহত ২৫


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিক্ষা সফরের একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মো. মুকাদ্দেছ, মো. রাসেল, স্বর্ণা, খাদিজা, রাহমিনা, রাসেদা আক্তার, তামান্না, রুবেল, সাইমা, জান্নাতের নাম জানা গেছে।

জেলার কসবা উপজেলার গোপীনাথপুর কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সেলিম রেজা জানান, সকালে ছাত্র-ছাত্রীদের নিয়ে গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের ৭০ জনের একটি দল শিক্ষা সফরের জন্য সিলেটের শ্রীমঙ্গল লাউয়াছড়ার উদ্দেশে রওনা হয়। সকাল সাড়ে নয়টার দিকে বাসটি আখাউড়া বাইপাস এলাকায় পৌঁছলে যানটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী আকাশ এন্টারপ্রাইজের মালিক সাইমুন নুর ইসলাম সুমন জানান, ছাত্র-ছাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে তাদেরকে উদ্ধার করি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।

আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মুসা ভূইয়া বলেন, খবর পেয়ে আহত ছাত্রছাত্রীদের উদ্ধার করা হয়েছে।

পূর্বাশানিউজ/ ২৬ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি