বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আইন আদালত » রবির ভ্যাট ফাঁকির অভিযোগ: হাইকোর্টের স্থগিতাদেশ ৩ দিনের জন্য স্থগিত


রবির ভ্যাট ফাঁকির অভিযোগ: হাইকোর্টের স্থগিতাদেশ ৩ দিনের জন্য স্থগিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

প্রায় ১৯ কোটি টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে মোবাইল অপারেটর রবির ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশ ৩ দিন স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ ৪ বিচারকের বেঞ্চ বৃহস্পতিবার (১ মার্চ) এ আদেশ দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে এনবিআরের নির্দেশনা কার্যকর করতে কোনো আইনি বাধা থাকছে না।

প্রায় ১৯ কোটি টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে গত সোমবার এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ থেকে সব ব্যাংকে রবির অ্যাকাউন্ট জব্দ করতে চিঠি পাঠানো হয়।

এনবিআর বলছে, অন্য অপারেটররা নির্ধারিত সময়ে ভ্যাট দিলেও রবি দেয়নি।

এ কারণে প্রথম পদক্ষেপ হিসেবে এ ব্যবস্থা নেয়া হয়। এর বিরুদ্ধে গত মঙ্গলবার রবির আবেদনের পর হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবীর লিটনের বেঞ্চ এনবিআরের আদেশ স্থগিত করে।

পূর্বাশানিউজ/ ০১ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি