শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


কুবিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি লাভ করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় আড়ম্বরপূর্ণ করে দিবসটি পালন করেছে। বুধবার বেলা ১২ টায় অনুষ্ঠানের শুরুতে প্রশাসনিক ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি প্রচার করা হয়।

ভাষণ প্রচার শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরীর উপস্থাপনায় বঙ্গবন্ধুর ভাষ্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, ‘ঐতিহাসিক এ ভাষণটি একটি মহাকাব্য। এটা একটা ইতিহাস। ২০-৩০ বছরের ইতিহাসকে বঙ্গবন্ধু ১৯ মিনিটের মধ্যে সীমাবদ্ধ করে একটি জাতিকে সুন্দর করে নির্দেশনা দিয়েছেন। পৃথিবীর আর কেউ এমন গৌরব অর্জন করতে পারেন নাই।’ এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো: আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি (কার্যকরী) মেহেদী হাসান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পূর্বাশানিউজ/ ০৭ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি