বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


সন্ত্রাসবাদ ছড়াতে ইউটিউব জড়িত: অভিযোগ সৌদি আইনজীবির


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগে এবার ইউটিউবকে দায়ী করলেন সৌদি আরবের রাষ্ট্রীয় আইনজীবী। দেশটির প্রসিকিটরের অভিযোগ, ভিডিও শেয়ারিং সাইটটির মাধ্যমে উগ্রপন্থী মতবাদ ছড়ানো হচ্ছে। এটি তরুণদের দলে ভেড়াতে সন্ত্রাসী দলগুলোকে সাহায্য করছে। ২০০৫ সালে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত আট সৌদি ও দুই ইয়েমেনি নাগরিকের বিচার চলাকালে এমন অভিযোগ করেন সৌদি আরবের রাষ্ট্রীয় আইনজীবী।

প্রসিকিউশন থেকে বলা হয়, তদন্তে দেখা গেছে ইউটিউবে আইএসের আপলোড করা ভিডিও থেকে সন্ত্রাসীরা প্রশিক্ষণ নিচ্ছে।

২০০৫ সালের ওই গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ৬৩টি অভিযোগ গঠন করেছে সৌদি প্রসিকিউশন। এসব অভিযোগের মধ্যে ইউটিউবে দায়েশ বা আইএসের লেকচার শোনার মতো অভিযোগও রয়েছে।

সৌদি প্রসিকিউটরের দাবি, উসকানিমূলক ভিডিওগুলো প্রমাণ করে লোকজনকে সন্ত্রাসী দলগুলোতে ভেড়ানোর সঙ্গে ইউটিউব প্রত্যক্ষভাবে জড়িত।

পূর্বাশানিউজ/ ০৭ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি