শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


ইতালীতে সরকার গঠন করবে এপ্রিলে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

গত ৪ মার্চ শেষ হয়ে গেলো ইতালীর জাতীয় সংসদ নির্বাচন । এ নির্বাচন কে ঘিরে ইতালী প্রবাসী বাংলাদেশী সহ অন্যান্য দেশীদের মধ্যে চলছিলো না না জল্পনাকল্পনা। সব আলোচনা কে পাশ কাটিয়ে এ নির্বাচনে ডানপন্থী দল সাবেক প্রধানমন্ত্রী বেরলুসকোনির ফরছা ইতালীয়া ও মাত্তেও ছাল্ভিনির লেগা নরদ্ কে পেছনে ফেলে নতুন দল হিসেবে সবাইকে টপকে ফাইভ ষ্টার মোভিমেন্ত সবচেয়ে বেশি ভোট পেয়ে শীর্ষে আসে। ভোট বেশী পেলেও একক ভাবে সরকাট গঠন করতে পারছে না ফাইভ ষ্টার মোভিমেন্ত দল টি । সরকার গঠন করার লক্ষে যে কটি আসন দরকার তার থেকে কম আসন পাওয়ায় অন্যান্য কয়েকটি দলকে সাথে নিয়েই কোয়ালীশন সরকার গঠন করতে হবে ফাইভ ষ্টার মোভিমেন্ত কে ।

এদিকে গতকাল ইতালীর অন্যতম বৃহৎ দল পিডি র সাধারন সম্পাদক মাত্তেও রেনছি দলের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। যদিও তা এখনো কার্যকর হয়নি । নতুন সরকার গঠনের পর তার পদত্যাগ পএ কার্যকর হবে বলে জানা গেছে । ফাইভ ষ্টার মোভিমেন্ত র পরেই অবস্থান লেগা নরদ্ এর। দুই দল মিলে সরকার গঠনের পর্যাপ্ত আসন কারোর ই নেই । আলোচনা চলছে । চলতি মাসে সরকার গঠন করা না গেলেও আগামী এপ্রিল মাসের মধ্যে চমক আসতে পারে নতুন সরকারের। তবে ইতালীর ভেনিসে সংসদের দুইটি কক্ষ প্রতিনিধি পরিষদ ও সিনেটে মধ্যম বামপন্থি পিডি র নিকোলা পেল্লিকানি ও আন্দ্রেয়া ফ্রাচ্ছি নির্বাচিত হওয়ায় প্রবাসী বাংলাদেশী ভোটার রা তাদের অভিনন্দন জানান।

পূর্বাশানিউজ/ ০৮ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি