বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


৪০ বছর ধরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিচ্ছে তাড়াশ চক্ষু হাসপাতাল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

চলনবিলের ৯টি উপজেলার অনুন্নত ও অবহেলিত এলাকার দরিদ্র মানুষের ৪০ বছর ধরে চক্ষু চিকিৎসা সেবা আসছে তাড়াশ চক্ষু হাসপাতাল ।

সিরাজগঞ্জের সর্ব পশ্চিমে ৪৫ কি.মি. দূরবর্তী ও চলনবিল অধ্যুষিত দুর্গম এলাকার একটি উপজেলার নাম তাড়াশ । আর এই তাড়াশ উপজেলা সদরে ১১৯৮৮ সালে চক্ষু সেবার জন্য জেলার কৃতিস্তান , সাবেক উপ-প্রধান মন্ত্রী ও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ এম এ মতিন এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেন । ডাক্তারের কোয়ার্টার ও একটি হাসপাতাল ভবনসহ ২টি এক তলা ভবন নির্মিত হয় হাসপাতালটিতে।

চলনবিলের তাড়াশ,চাটমোহর, ভাঙ্গুরা, উল্লাপাড়া, সলংগা, রায়গঞ্জ, সিংড়া উপজেলার মানুষেরা আসে চিকিৎসা নিতে আসে এই হাসপাতালে । ০১জন ডাক্তার, ০১জন কম্পিউটার অপারেটর, ০১জন অপটিক্স সহ ০৬ জন ষ্টাফ কর্মরত রয়েছে এই হাসপাতালে । প্রতিদিন বহি:বিভার্গে ৪০-৪৫জন রোগী আসে এই হাসপাতালে সেবা নিতে । হাসপাতালের বর্হিবিভাগে ২০টাকার টিকিট এর বিনিময়ে পরীক্ষা নিরীক্ষা করে ০১ জন ডাক্তার প্রতিদিন সেবা দেন। হাসপাতালের ডাঃ শরিফুল ইসলাম জানান, তাড়াশ চক্ষু হাসপাতালে উদ্যোগে প্রতিমাসে ১বার বছরে ১২টি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয় । স্বল্প মূল্যেও চোখের অপারেশন এর পাশাপাশি দরিদ্র রোগীদের সম্পূর্ণ বিনা মূল্যে অথ্যাৎ ফ্রি চক্ষু অপারেশন ও করা হয় ।

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হাসুপুর গ্রামের আব্দুল জুব্বার (৮০) জানান, একবার এই হাসপাতালেই একটি চোখ অপারেশ করাইয়াছিলাম আবার ও ফ্রি ক্যাম্পের মাধ্যমে আরেকটি চোখ অপারেশন করাইবো ।

হাসপাতালের ক্যাম্প প্রচারনা ও ব্যবস্থাপনার দায়িত্ব প্রাপ্ত কর্মচারী মোহাম্মদ আলী জানান, স্থানীয় চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যক্তিদের সহায়তায় দুর্গম এলাকার বিভিন্ন স্কুল, মাদ্রাসার মাঠে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয় এবং অপারেশনের রোগীদের সিরাজগঞ্জ চক্ষু হাসপাতালের সহায়তায় নিজস্ব পরিবহনে চক্ষু হাসপাতালের নিয়ে যাওয়া হয় ।

পূর্বাশানিউজ/ ০৮ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি