শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ভবিষ্যতে কংগ্রেসের নেতৃত্ব দিবে গান্ধী পরিবারের বাহিরের কেউ: সোনিয়া গান্ধি


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ভবিষ্যতে গান্ধী পরিবারের বাহিরের কেউ কংগ্রেসের নেতৃত্ব দিবেন বলে মন্তব্য করেছেন কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী। শুক্রবার এক সংবাদ সম্মেলনে সোনিয়া বলেন, ‘ভবিষ্যতে কংগ্রেসের নেতৃত্বে নেহরু-গান্ধী পরিবারের বাহিরের কাউকে দেখা যেতে পারে।’

গান্ধী পরিবারের কোন সদস্য ছাড়া কংগ্রেস টিকে থাকতে পারবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সোনিয়া বলেন, ‘এই উত্তর কংগ্রেসের কর্মীরা দিবে। ঐতিহ্যগতভাবেই কংগ্রেসের নেতৃত্ব গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসছে।’ এই সময় তিনি যুক্তরাষ্ট্রের বুশ পরিবার ও ক্লিনটন পরিবারের উদাহরণ টানেন।

কংগ্রেসকে তিনিই ঐক্যবদ্ধ করেন রেখেছেন এমন প্রশ্নের উত্তরে মুচকি হাসি দিয়ে সোনিয়া বলেন, ‘একটি কঠিন প্রশ্ন। এখানে কংগ্রেসের অনেক কর্মী আছেন, আপনি তাদের জিজ্ঞাসা করতে পারেন।’

নিজে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ না করার কারণ জিজ্ঞাসা করা হলে পাশের সিটে বসা মনমোহন সিংকে দেখিয়ে সোনিয়া বলেন, ‘আমি মনে করি তিনি আমার থেকে এই পদের জন্য অনেক বেশি যোগ্য । আর যে কোন রকম চেষ্টা করা ছাড়াই আমি আমার সীমারেখা জানি।’

সোনিয়া আরো বলেন, ‘আমি এমন এক সময়ে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছি যখন কংগ্রেস তার কঠিনতম সময় অতিক্রম করছিল। অনেক নেতা কংগ্রেস ছেড়ে চলে গিয়েছিল। আমি মনে করেছি যদি আমি দলকে সাহায্য করতে পারি ওই সব কাপুরুষরা দলের কোন ক্ষতিই করতে পারবে না।’

পূর্বাশানিউজ/ ১০ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি