শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


১২ মার্চ সমাবেশের অনুমতি পায়নি বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু সে অনুমতি এখনো পায়নি তারা। বিষয়টি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।

শনিবার (১০ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে বিএনপি সূত্র এই তথ্য জানিয়েছে। এদিকে খুলনা বিএনপি ১০ মার্চ সার্কিট হাউসের মাঠ চেয়েছিল, কিন্তু তাদের তা দেওয়া হয়নি। এরপর হাদিস পার্ক চেয়েছিল। সেখানেও তারা অনুমতি পায়নি।

এছাড়া চট্টগ্রামের লালদিঘির মাঠে আমরা ২৭ মার্চ অনুমতি চেয়েছে। কিন্তু সেখানেও জনসভার অনুমতি এখনো পায়নি।

বিএনপি জানিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে শান্তিপূর্ণ কর্মসূচি করবে তারা। ইতোমধ্যে বিএনপি যে কর্মসূচিগুলো পালন করেছে, এর চেয়ে শান্তিপূর্ণ তো আর কোনো কর্মসূচি নেই বলেও মনে করে বিএনপি।

মো. কামাল হোসেন: খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু সে অনুমতি এখনো পায়নি তারা। বিষয়টি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।

শনিবার (১০ মার্চ) বেলা পৌনে বারটার দিকে বিএনপি সূত্র এই তথ্য জানিয়েছে। এদিকে খুলনা বিএনপি ১০ মার্চ সার্কিট হাউসের মাঠ চেয়েছিল, কিন্তু তাদের তা দেওয়া হয়নি। এরপর হাদিস পার্ক চেয়েছেছিল। সেখানেও তারা অনুমতি পায়নি।

এছাড়া চট্টগ্রামের লালদিঘির মাঠে আমরা ২৭ মার্চ অনুমতি চেয়েছে। কিন্তু সেখানেও জনসভার অনুমতি এখনো পায়নি।

বিএনপি জানিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে শান্তিপূর্ণ কর্মসূচি করবে তারা। ইতিমধ্যে বিএনপি যে কর্মসূচিগুলো পালন করেছে, এর চেয়ে শান্তিপূর্ণ তো আর কোনো কর্মসূচি নেই বলেও মনে করে বিএনপি।

পূর্বাশানিউজ/ ১০ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি