শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


খেলার মাধ্যমে সামাজিক অপরাধ দূর হবে : প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেলাধুলার মাধ্যমে আমরা সকল সামাজিক অপরাধ যেমন সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকাসক্তি মোকাবেলা করে সন্তানদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করবো। এতে দেশ এগিয়ে যাবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যুব গেমস ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা মানুষের জীবনকে সুন্দর করে তোলে। সুস্থ সুন্দর দেহমনের জন্য এ কারণে খেলাধুলা খুব জরুরি। পাশাপাশি এটি দেশ ও জাতির প্রতি ভালোবাসা তৈরিতেও অপরিহার্য।

বিশ্ব অলিম্পিকে স্থান পেতে এই আয়োজন ভূমিকা রাখবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে প্রথমবারের মত যুব গেমসের এই সফল আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ। এটি বাংলাদেশের জন্য বিশ্ব অলিম্পিকে স্থান পাওয়ার পথ সুগম করবে।

বিওএ’র আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় দেশের ৮টি বিভাগের ২৬৬০ জন অনূর্ধ্ব-১৭ প্রতিযোগী অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় ১৫৯টি ইভেন্টে ৩৪২টি স্বর্ণপদকসহ ১,১১৪টি মেডেল প্রদান করা হবে। গেমস স্টেয়ারিং কমিটির চেয়ার ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)’র সভাপতি সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হকের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গেমস আয়োজক কমিটির চেয়ারম্যান এবং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয় এবং বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা উপস্থিত ছিলেন।

পূর্বাশানিউজ/ ১১ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি