শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


ধারাবাহিক নাটক ‘সোনার শেকল’


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

এটিএন বাংলায় আজ (১১ মার্চ) রাত ৮ টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘সোনার শেকল’। শফিকুর রহমান শান্তনু’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। অভিনয় করেছেন অপূর্ব, উর্মিলা শ্রাবন্তী কর, শবনম ফারিয়া, আরফান আহমেদ, বাঁধন, নওশীন, ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, আবুল হায়াত, কে.এস ফিরোজ, সাবেরী আলম, শাহাদাৎ, জয়রাজ, অলিউল হক রুমি, রিমি করিম, শ্রাবণ প্রমুখ।
মেধাবী চরিত্রবান ছেলে অর্কর জীবনে প্রায় সবকিছুই গোছানো। ভালো একটা চাকরির অফার আছে, পাশাপাশি উচ্চশিক্ষার জন্য জাপানে স্কলারশীপেরও চেষ্টা চলছে। শমীর সাথে তার তিন বছরের এ্যাফেয়ার শেষে কাল এনগেজমেন্ট। সারা বাড়িতে বিয়ের তোড়জোড়। কিন্তু হঠাৎ করে রাতে অর্কদের বাড়িতে গোয়েন্দা পুলিশ এসে অর্ককে ধরে নিয়ে যায়। গোয়েন্দা কার্যালয়ে অর্ককে জুই নামে একটি মেয়ের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়..যাকে পুলিশ খুঁজছে। দু’দিন আগে পুলিশ জুইয়ের বাসায় অভিযান চালায়। সেখানে তারা একটি ডায়রী পায়.. যেখানে অর্ক সম্পর্কে অনেক কিছু লেখা। কিন্তু অর্ক জানায় এই নামের কোন মেয়েকে সে চেনে না।
এদিকে অর্কর বাবা উপর মহল ধরে দ্রুতই অর্ককে ছাড়িয়ে আনে। কিন্তু এরই মধ্যে পাড়া প্রতিবেশিসহ দুএকটা পেপারে অপরাধী হিসাবে অর্কর নাম চলে আসে। অনিবার্য কারণে অর্কর বিয়েটা ভেঙ্গে যায়, কনফার্ম চাকরী হাতছাড়া হয়, অর্কর ছোটবোন নেহার সাথে অপুর এ্যাফেয়ারও এ কারনে ভেঙ্গে যায়, অর্কর বড় ভাই-ভাবী বাসায় হুলুস্থুল বাধিয়ে দেয়। এতবড় ঘটনায় এখন তারা সমাজে মুখ দেখাবে কি করে ? মাত্র ২৭ ঘন্টা হাজতে থাকার কারণে অর্কর ২৭ বছরের গোটা জীবনটাই যেন ওলট পালট হয়ে যায়।

পূর্বাশানিউজ/ ১১ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি