শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ফরিদপুরে স্কুলের ভবন ধসে আহত শাহেদ মারা গেছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

ফরিদপুরে সদরপুরে লোহারটেক প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ধসে আহত ছাত্র শাহেদ মারা গেছে।

রোববার (১১ মার্চ) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে সদরপুরের ৯৯নং লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন ধসে আহত হলে উন্নত চিকিৎসাধীন ছিলেন।

এর আগে ফরিদপুরে সদরপুরে শনিবার দুপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ধসে স্কুলের ৭ শিক্ষার্থী আহত হয়েছে। খবর পেয়ে ফরিদপুর ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। মারাত্মক আহত দুই শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ঢাকায় প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানান, সদরপুরের ৯৯নং লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন শনিবার বেলা দেড়টার দিকে পুরোপুরি ধসে পড়ে। স্কুলের টিফিন চলাকালীন সময়ে বেশ কয়েকজন শিক্ষার্থী ধসে পড়া ভবনটির নিচে বসেছিল। ভবন ধসে পড়ার সময় কয়েকজন শিক্ষার্থী বেরিয়ে আসতে পারলেও ভবনটির নিচে চাপা পড়ে পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী। এ সময় স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

ভবন ধসের পর স্থানীয় শিক্ষক ও এলাকাবাসী শিক্ষার্থীদের উদ্ধারকাজে অংশ নেয়। খবর পেয়ে ফরিদপুর ও ভাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ড্রিল মেশিন দিয়ে ছাদ কেটে মারাত্মক আহতাবস্থায় শাহেদ ও উজ্জ্বল নামের পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীকে উদ্ধার করে।

পূর্বাশানিউজ/ ১১ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি