বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের হতদরিদ্র গৃহহীনরা ঘর পেয়ে দারুণ খুশি


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৮

 

ডেস্ক রিপোর্ট :

সরকারিভাবে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হতদরিদ্র গৃহহীনদের বিনামূল্যে সেমিপাকা টিনের ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘‘সবার জন্য বাসস্থান’’ প্রকল্পের আওতায় ১২১জন ভিক্ষুক হতদরিদ্র পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে, বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর হতদরিদ্র এই মানুষগুলো বিনামুল্যে ঘর পেয়ে দারুণ খুশি।

এরকমই হতদরিদ্র একজন তাহিরন বেগম। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে জরাজীর্ণ চালহীন ছনের ঘরে সন্তানদের নিয়ে কোনোরকমে দিন পার করছিলেন বিধবা এই বৃদ্ধা। কিন্তু হঠাৎ করেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘‘ সবার জন্য বাসস্থান’’ প্রকল্প আশীর্বাদ হয়ে আসে তার জীবনে। এই প্রকল্পের আওতায় তাকে স্বাস্থ্যসম্মত লেট্রিনসহ একটি সেমিপাকা টিনের ঘর নির্মাণ করে দেয়া হয়। জীবন সায়াহ্নে এসে একটু নিশ্চিন্তে মাথা গোঁজার ঠাঁই পেয়ে দারুণ খুশি তিনি। তার মতো খুশিতে আত্মহারা উপজেলার ঘর পাওয়া হতদরিদ্র অন্য মানুষেরাও।

তিনি বলেন, আগে ঘুমাতে পারতাম না। দিন হলে সূর্যের আলো চোখে এসে পড়ত আর রাতের বেলা বৃষ্টির ভয়। সরকার একটি ঘর দেওয়ায় এখন নিশ্চিন্তে ঘুমাতে পারছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘‘সবার জন্য বাসস্থান’’ প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১২১ জন ভিক্ষুক হতদরিদ্র পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বলেন, জেলার সবকটি উপজেলার গৃহহীনদের বাসস্থান নিশ্চিত করতে কার্যক্রম চলমান রয়েছে। যাদের জমি আছে কিংবা বসবাসের একেবারেই অনুপযোগী ঘর আছে তাদের মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অধীনে ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় ৭ হাজার ৮৪৬টি গৃহহীন পরিবার রয়েছে। এরমধ্যে ১ হাজার ২৮৭টি পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।

পূর্বাশানিউজ/ ১১ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি