[bangla_day],[english_date]
  • প্রচ্ছদ »খেলা » মুশফিকের রহস্যময় ‘নাগিন ড্যান্সে’ বিখ্যাত হয়ে গেলেন অপু!


মুশফিকের রহস্যময় ‘নাগিন ড্যান্সে’ বিখ্যাত হয়ে গেলেন অপু!


পূর্বাশা বিডি ২৪.কম :
12.03.2018

পূর্বাশা ডেস্ক:

ক্রিকেট প্রেমীদের বর্তমান আলোচনার কেন্দ্রবিন্দুতে ম্যাচ জয়ী ইনিংসের পর মুশফিকুর রহিমের ‘নাগিন ড্যান্স’ এর উদযাপন। আর এ উদযাপনে মুশফিকের পাশাপাশি রীতিমত বিখ্যাত হয়ে গেছেন নাগিন ড্যান্সের কারিগর তরুণ বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। কিন্তু কে এই অপু?

শ্রীলংকায় নিদাহাস ট্রফিতে ন্টি ফটি টুয়েরমেটে রেকর্ড রান তাড়া করে ম্যাচ জয়ের পর মুশফিকের উদযাপিত ‘নাগিন ড্যান্স’র রহস্য জানতে ম্যাচ জয়ের পর থেকেই দেশি-বিদেশি সাংবাদিকরা খুঁজছিলেন মুশফিককে। কিন্তু ম্যাচের পর সংবাদ সম্মেলন বা গতকাল (১১ মার্চ) অনুশীলনের পরও সাংবাদিকদের সামনে আসেননি মুশফিক। তবে অনেক অপেক্ষার পর গতকাল বিকেলের দিকে হোটেলের নিচে তার দেখা পাওয়া গেল।

তখনই ভারতীয় এক সাংবাদিক মুশফিকের কাছে ঐ উদযাপনের রহস্য সম্পর্কে জানতে চান। তখন তিনি বলেন, নাচটা আসলে আমাদের অপুর। ওর উদযাপনটাই আমি করেছি মাত্র।

এই অপু কে? জানতে চাইলে মুশফিক বলেন, অপু বলতে নাজমুল ইসলাম, বাংলাদেশ দলের তরুণ বাঁহাতি স্পিনার। তখনই তামিম আর সৌম্যের সঙ্গে মুশফিকের পাশ দিয়ে যাচ্ছিলেন অপু। মুশফিক অপুকে ডেকে ঐ সাংবাদিকের সাথে পরিচয় করিয়ে দেন। এসময় অপুর অটোগ্রাফও নেন ভারতীয় এক সাংবাদিক।

এছাড়াও মুশফিকের উদযাপনের পর কেন এমন উদযাপন? এমন প্রশ্নের উত্তরেই অপুর কথা এসেছে। তামিম, লিটন দাস সহ প্রত্যেকেই অপুর এই উদযাপন নিয়ে কথা বলেছেন।

উল্লেখ্য, মুশফিকের এমন ড্যান্স প্রথমবার দেখা গেলেও ঘরোয়া লিগে এই উদযাপন শুরু করেন নাজমুল ইসলাম অপু। আর বাংলাদেশের মাটিতে লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মিরপুরে টাইগারদের এমন উদযাপন করতে দেখা যায়। এর পর শ্রীলংকায় নিদাহাস ট্রফিতে রেকর্ড রান তাড়া করে ম্যাচ জয়ের পর মুশফিক রহস্যময় এই ড্যান্স দিয়ে হৈ চৈ ফেলে দেয়।

পূর্বাশানিউজ/ ১২ মার্চ ২০১৮/রুমকী

 এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি