শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


জনসভায় থাকবে খালেদার চেয়ার


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

দুর্নীতি মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি।

কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের পাশাপাশি বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি মাঠে জনসভার আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। বৃহস্পতিবার (১৫ মার্চ) এ জনসভা অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে লালদীঘি মাঠ ব্যবহারের অনুমতি মিলেছে। রোববার (১১ মার্চ) বিএনপির একটি প্রতিনিধি দল নগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিএনপি নেতাদের মতে, জনসভা আয়োজনে সহযোগিতা করবে পুলিশ প্রশাসন।

দলীয় সূত্রে জানা গেছে, বিগত সময়ে বন্দরনগরী চট্টগ্রামের সব জনসভায় প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। অথচ এবার তিনি কারাগারে। তার মুক্তির দাবিতেই জনসভার আয়োজন। তবে জনসভায় দলের সভানেত্রী উপস্থিত না থাকলেও সব নেতা-কর্মীর অন্তরে স্থান রয়েছে তার।

আর তারই অংশ হিসেবে জনসভায় বেগম খালেদা জিয়ার জন্য প্রধান অতিথির আসন বরাদ্দ থাকবে। জনসভায় কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকলেও খালেদা জিয়ার চেয়ারটি শূন্য থাকবে। নগর বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতা বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

সূত্র জানায়, বৃহস্পতিবারের জনসভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার সকালেই তারা চট্টগ্রাম আসবেন। জনসভা শেষে রাতের ফিরে যাবেন।

নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান বলেন, জনসভার প্রস্তুতি চলছে। আমরা আশা করছি বৃহস্পতিবারের জনসভায় মানুষের ঢল নামবে।

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে আমরা ১৪ ও ১৫ মার্চ লালদীঘি মাঠ ব্যবহারের অনুমতি নিয়েছি। আশা করছি পুলিশ প্রশাসনও আমাদের সহযোগিতা করবে।

তাছাড়া, লালদীঘি মাঠে ১৫ মার্চের জনসভা সফল করতে রোববার (১১ মার্চ) বিকেলে প্রস্তুতি সভা করেছে বিএনপি। নগরীর মেহেদিবাগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় এ সভা অনুষ্ঠিত হয়।

নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহসভাপতি এমএ আজিজ, উত্তর জেলা বিএনপি সাবেক সহসভাপতি চাকসু ভিপি মো. নাজিম উদ্দিনসহ নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

পূর্বাশানিউজ/ ১২ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি