বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


আইনস্টাইনের জন্মদিনে হকিংয়ের প্রস্থান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ছাত্র জীবনের বিজ্ঞানের প্রতি অগাধ আগ্রহ ছিল পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের। তাই তার বন্ধুরা তাকে ডাকতো আইনস্টাইন বলে। কাকতালীয় ভাবে হলেও সেই আইনস্টাইনের জন্মদিনেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলেন গেলেন হকিং। দুজনেই পদার্থ বিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন। পেয়েছেন সফলতাও। আলবার্ট আইনস্টাইনের জন্ম হয়েছিল ১৮৭৯ সালের ১৪ মার্চ। অন্যদিকে ২০১৮ সালের ১৪ মার্চ আজ প্রস্তান নিলেন স্টিফেন হকিং।

বুধবার সকালে বুধবার সকালে যুক্তরাষ্ট্রের কেমব্রিজে তার নিজ বাস ভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন হকিং। স্টিফেন হকিংয়ের পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। প্রায় পাঁচ দশক ধরে মোটর নিউরন রোগে আক্রান্ত ছিলেন তিনি।

আলবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিং দুজনেই পদার্থ বিজ্ঞান নিয়ে বিস্তর গবেষণা করেন। এজন্য আইনস্টাইন নোবেল পুরস্কার পেলেও স্টিফেন হকিংয়ে ভাগ্যে নোবেল জোটেনি। এজন্য অবশ্য তার অক্ষেপও ছিল না।

জার্মানিতে জন্মগ্রহণকারী আইনস্টাইন বিখ্যাত আপেক্ষিকতার তত্ত্ব এবং বিশেষত ভর-শক্তি সমতুল্যতার সূত্র আবিষ্কারের জন্য। ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তার পুরস্কার লাভের কারণ হিসেবে উল্লেখ করা হয়, তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান এবং বিশেষত আলোক-তড়িৎ ক্রিয়া সম্পর্কীত গবেষণার জন্য।

স্টিফেন হকিংয়ের পুরো নাম স্টিভেন উইলিয়াম হকিং। তার জন্ম ১৯৪২ সালের ৮ জানুয়ারি। বিশিষ্ট ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ হিসেবে বিশ্বের সর্বত্র পরিচিত ব্যক্তিত্ব তিনি। তাকে বিশ্বের সমকালীন তাত্ত্বিক পদার্থবিদদের মধ্যে অন্যতম হিসাবে বিবেচনা করা হয়।

এই পদার্থ বিজ্ঞানী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান অধ্যাপক (স্যার আইজ্যাক নিউটনও একসময় এই পদে ছিলেন। ২০০৯ সালে ওই পদ থেকে অবসর নেন তিনি।

এছাড়াও তিনি কেমব্রিজের গনভিলি এবং কেয়াস কলেজের ফেলো হিসাবে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে ভীষণরকম অচল ছিলেন। তিনি মোটর নিউরন রোগে আক্রান্ত ছিলেন।

পদার্থবিজ্ঞানে হকিংয়ের দুইটি অবদানের কথা সবচেয়ে বেশি স্বীকৃত। প্রথম জীবনে সতীর্থ রজার পেনরাজের সঙ্গে মিলে সাধারণ আপেক্ষিকতায় সিংগুলারিটি সংক্রান্ত তত্ত্ব। হকিং প্রথম অনিশ্চয়তার তত্ত্ব ব্ল্যাক হোল-এর ঘটনা দিগন্তে প্রয়োগ করে দেখান যে ব্ল্যাক হোল থেকে বিকিরিত হচ্ছে কণা প্রবাহ। এই বিকরণ এখন হকিং বিকিরণ নামে (অথবা কখনো কখনো বেকেনস্টাইন-হকিং বিকিরণ) অভিহিত।

প্রায় ৪০ বছর ধরে হকিং তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের চর্চা করেছেন। লিখিত পুস্তক এবং বিভিন্ন অনুষ্ঠানে হাজির থেকে হকিং একাডেমিক জগতে যথেষ্ট খ্যাতিমান হয়ে উঠেছেন।

তিনি রয়েল সোসাইটি অব আর্টসের সম্মানীয় ফেলো। এবং পন্টিফিকাল একাডেমি অব সায়েন্সের আজীবন সদস্য ছিলেন। ২০১৪ সালে তাকে নিয়ে একটি মুভি তৈরি হয়, ‘নাম থিওরি অব এভরিথিং’।

পূর্বাশানিউজ/ ১৪ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি