মঙ্গলবার,১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনা; দুই পা ভেঙে গেছে কবিরের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০১৮

 

ডেস্ক রিপোর্ট :

নেপালে বিধ্বস্ত বিমানে থাকা বাংলাদেশি যাত্রী কবির মাদবর (৪৫) বেঁচে আছেন। বর্তমানে তিনি নেপালের একটি হাসপাতালে চিকিৎসাধীন। কবির পেশায় একজন কসমেটিক্স ব্যবসায়ী ছিলেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচরে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আহত কবিরের শরীরের বিভিন্ন অংশ অগ্নিদগ্ধ হয়ে পুড়ে গেছে, দু পা আঘাতে ভেঙ্গে গেছে ও মাথায় গুরুতর আঘাত লেগেছে।এছাড়া আহত যাত্রীদের তালিকায়ও কবিরের নাম রয়েছে।

কবির মাদবরের ছেলে শাওন মাদবর দুর্ঘটনার পর কাঠমুন্ডুতে অবস্থান করছে। এদিকে ভয়াবহ এ দুর্ঘটনার কবির বেঁচে থাকায় পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন।

দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছানোর পরই পরিবারের মাঝে চরম অস্থিরতা বিরাজ করছে।

পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, কবির মাদবর শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের মৃত মোকসেদ মাদবরের ছেলে। তিনি ঢাকার উত্তরার কোটবাড়ি মাস্টার পাড়া এলাকায় স্বপরিবারে বসবাস করতেন। তিনি নেপাল ও বাংলাদেশে কসমেটিক্স ব্যবসায় জড়িত।

আহতের বড় ভাই আফসার মাদবর বলেন, আমার ভাইকে দেশে এনে কিংবা অন্য কোন দেশে উন্নত চিকিৎসা প্রদানের অনুরোধ করছি সরকারের কাছে।

সূত্রে : বাংলাদেশ প্রতিদিন।

পূর্বাশানিউজ/ ১৪ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি