বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


আশুলিয়ায় খাদ্যে বিষক্রিয়ায় ২ যুবকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

সাভারের আশুলিয়ায় রপ্তানী এলাকার হাসেম প্লাজার পেছনে বাড়িতে তৈরি হালুয়া খেয়ে জিল্লু ও মোতালেব নামে ২ যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় শামিম ও ফরিদ উদ্দিন নামে আরও ২ যুবককে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতদের বাড়ি টাঙ্গাইল ও পটুয়াখালী জেলায় বলে জানা গেছে।

বুধবার (১৪ মার্চ) দিবাগত রাতে আশুলিয়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, আশুলিয়ার হাসেম প্লাজার পেছনে একটি বাড়িতে জিল্লু, মোতালেব, শামিম ও ফরিদ উদ্দিন ভাড়া থাকে পোশাক কারখানায় কাজ করতেন। প্রতিদিনের মতো বুধবার রাতে তারা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। গভীর রাতে কারা একে একে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ মার্চ ) ভোরে জিল্লু ও মোতালেবের মৃত্যু হয়। হাসপাতালে শামিম ও ফরিদ উদ্দিন লাইফ সার্পোটে রয়েছেন। নিহত দু’জনের মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক গৌতম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হতে পারে।

পূর্বাশানিউজ/ ১৫ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি