মঙ্গলবার,১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


এখনো শেষ হয়নি সুনামগঞ্জের বাঁধ নির্মাণের কাজ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

সুনামগঞ্জের ফসলহারা কৃষকের এখনো আতঙ্ক কাটেনি। গত ২ বছর বোরো ফসল হারানো কৃষকদের ঘুরে দাঁড়ানোর জন্য বাঁধ নির্মাণে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার। নতুন নীতিমালার আলোকে, কাবিটার (কাজের বিনিময়ে টাকা) মাধ্যমে সুনামগঞ্জ জেলার হাওর রক্ষা বাঁধ সংস্কার ও নির্মাণের জন্য গঠন করা হয় ৯৬৪টি কমিটি। বাঁধ নির্মাণে স্বচ্ছতা আনার জন্য সুবিধাভোগীর সম্পৃক্তকরণের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কমিটি, পিআইসি গঠন করা হয়েছে। কমিটিগুলোর চাহিদানুযায়ী এবছর ১’শ ২২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। কমিটি সুনামগঞ্জের ৫০টি হাওরের ফসল রক্ষার জন্য প্রকল্পের কাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।সব কিছু ঠিকঠাক থাকার পরও বাঁধগুলো নির্দিষ্ট সময়ে নির্মাণ হয়নি।

হাওরবাসী বলেন, গত বছর ধান রক্ষাই করতে পারিনি। সবকিছুই ডুবে গিয়েছিল।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শফিকুর রহমান বলেন, স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে যাতে ভালো হবে আমরা সে পদক্ষেপই নিয়েছি।

পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভূঁইয়া বলেন, পরিবর্তিত জলবায়ুর যে ইফেক্ট তাতে আমাদের ডিসেম্বরের মাঝামাঝি কাজ শুরু করার কথা। কিন্তু বৃষ্টিপাত এবং পানি বেড়ে যাওয়ায় তখন শুরু করা সম্ভব হয়নি।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো: সাবিরুল ইসলাম বলেন, মেজারমেন্টসহ অ্যাসেসমেন্টে কিছুটা দেরি হয়েছে। যে জায়গাগুলোতে পানি নামতে দেরি হয়েছে সেখানে কাজ শুরু হতে দেরি হয়েছে।

অন্যদিকে, নানা অনিয়মের কারণে কাজে বিলম্বের কথা জানান তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।তিনি বলেন, পিআইসি নির্বাচনের সময় অনেকক্ষেত্রে নিজের লোককে কাজ দিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।

এবারের বোরো মৌসুমে ২ লাখ ২১ হাজার ৭৫০ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে।

গত বছরের মার্চের শেষে পাহাড়ি ঢল আর টানা বর্ষণে সুনামগঞ্জের হাওরের প্রায় শতভাগ ফসল নষ্ট হয়ে যায়। এতে করে সম্পূর্ণ সাহায্য নির্ভর হয়ে দিন কাটাতে হচ্ছে অভাবী এই জনপথের মানুষকে। বিপর্যস্ত মানুষেরা ঘুরে দাঁড়ানোর জন্য পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে মনোনিবেশ করেন বোরো চাষে। সবুজে ছেয়ে যায় ফসলী মাঠ। ফসল রক্ষায় বিগত বছরগুলোতে পানি উন্নয়ন বোর্ডের লাগামহীন দুর্নীতিতে গড়া বাঁধগুলো ফসল রক্ষা করতে পারেনি। তাই সরকার নতুন নীতিমালা গঠন করে পানি উন্নয়ন বোর্ডের হাত থেকে বাঁধ রক্ষার দায়িত্ব দেয়া হয় সুবিধাভোগীদের সমন্বয়ে গঠিত কমিটিকে।

পূর্বাশানিউজ/ ১৫ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি