মঙ্গলবার,১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


চাহিদা অনুযায়ী উন্নয়ন হয়নি গাজীপুর সিটি করপোরেশন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর থেকে চাহিদা অনুযায়ী নাগরিক সুযোগ- সুবিধা বাড়েনি। রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রায় ৩৮০ কোটি টাকার দরপত্র আহ্বান করা হলেও সম্প্রতি তা স্থগিত হয়েছে। তবে দ্রুত সংস্কার ও উন্নয়নের আশ্বাস দিচ্ছেন সিটি মেয়র।

সিটি করপোরেশনের হিসাব মতে, নতুন গঠিত গাজীপুর সিটি করপোরেশনে এক হাজার ৫৫২ কিলোমিটার রাস্তা আর ৬৭০ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা আছে। ময়লা আবর্জনা ফেলার জন্য সড়ক ও জনপথের জমিতে অস্থায়ী ময়লার ভাগাড় তৈরি করা হলেও, সিটি করপোরেশনের বেশির ভাগ রাস্তার বেহাল দশা। শুকনো মৌসুমেও অনেক রাস্তায় জমে থাকছে হাঁটু সমানপানি।

একই অবস্থা শহরের ড্রেনেজ ব্যবস্থার। স্বল্প পরিসরে যেসব এলাকায় ড্রেন রয়েছে, সেগুলোও বেশির ভাগ ভাঙ্গাচোরা।

বর্ষায় মানুষের ভোগান্তি আরও বাড়াবে বলে আশংকা করছে এলাকাবাসী। তাই দ্রুত সংস্কার ও উন্নয়নে করপোরেশনের পদক্ষেপ চান তারা।

তবে অব্যবস্থাপনার জন্য ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনকে দায়ী করছেন কাউন্সিলররা।

এদিকে সিটি মেয়রের দাবি, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে দরপত্র আহবান করা হয়েছে। অতি দ্রুত রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু হবে।

২০১৩ সালের ১৬ জানুয়ারিতে টঙ্গী ও গাজীপুর পৌরসভার সাথে বেশ কয়টি ইউনিয়নকে নিয়ে গঠন করা হয় গাজীপুর সিটি করপোরেশন।

পূর্বাশানিউজ/ ১৫ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি