মঙ্গলবার,১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মিডিয়া » বরিশালে সাংবাদিককে নির্যাতনের প্রতিবাদে নাটোরে মানববন্ধন


বরিশালে সাংবাদিককে নির্যাতনের প্রতিবাদে নাটোরে মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

বরিশাল মহানগরে গোয়েন্দা পুলিশের (ডিবি) আট সদস্য মিলে বেসরকারি টেলিভশন চ্যানেল ডিবিসি নিউজের ক্যামেরাপারসন সুমন হাসানকে নির্যাতনের প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছে স্থানীয় সংবাদকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সকাল ১০টায় নাটোর প্রেসক্লাবের সামনে নাটোর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও সাংবাদিকবৃন্দের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ও বিটিভি প্রতিনিধি জালাল উদ্দিন, সাবেক সভাপতি ও দেশটিভি প্রতিনিধি রনেন রায়, সাবেক সভাপতি ও চ্যানেল আই প্রতিনিধি রেজাউল করিম, সহ-সভাপতি ও এটিএন বাংলা প্রতিনিধি জুলফিক্কার হায়দার জুসেফ, সাধারণ সম্পাদক ও সময় টিভি প্রতিনিধি আল মামুন, দপ্তর সম্পাদক ও নতুন প্রভাত প্রতিনিধি আখলাক হোসেন লাল, প্রথম আলো প্রতিনিধি এ্যাড. মুক্তার হোসেন, ডিবিসি প্রতিনিধি পরিতোষ অধিকারী, নিউজ টুয়েন্টিফোর টিভি প্রতিনিধি দেবাশীষ, ৭১ টিভি প্রতিনিধি বুলবুল আহমেদ, মাছরাঙা টিভি প্রতিনিধি মাহবুব, ফটো সাংবাদিক গোলাম গাউস প্রমুখ।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে বরিশাল মহানগরের দক্ষিণ চকবাজারের পুরাতন বিউটি হলের সামনে একটি বাসায় মাদক আছে বলে অভিযান চালান ডিবি পুলিশের ওই আট সদস্য। এ সময় সাংবাদিক সুমন হাসান ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযানের বিষয়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে চাইলে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশের আট সদস্য মিলে সুমনের ওপর চড়াও হন। এ সময় সুমনকে বেধড়ক মারধর ও অণ্ডকোষে চেপে ধরে অচেতন করে ফেলেন। পরে সুমনকে ডিবি কার্যালয়ে নিয়ে যান। সেখানে জ্ঞান ফিরলে পুনরায় সুমনকে নির্যাতন করা হয়।

পূর্বাশানিউজ/ ১৫ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি