মঙ্গলবার,১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


রাজধানীতে বাড়ছে এডিস মশার উপদ্রব


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট:

রাজধানীতে বাড়ছে এডিস মশার উপদ্রব। এরই মধ্যে ঢাকার ১৯টি এলাকাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। এডিস নিয়ন্ত্রণে সচেতনতনামূলক নানা কর্মসূচি হাতে নিয়েছে সিটি করপোরেশন।

চিকুনগুনিয়া আর ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা। এটা জন্মায় পরিষ্কার পানিতে। ফুলের টব, গাড়ির টায়ার, এসি কিংবা ফ্রিজের নিচে জমে থাকা পানি এডিস জন্মানোর উপযুক্ত জায়গা।

সাধারণত বর্ষায় এই মশা বেশি দেখা যায়, কিন্তু এ বছর আগেভাগেই উপদ্রব শুরু হয়েছে। ধানমন্ডি, বনানীসহ ১৯টি এলাকা রেডজোন হিসেবে চিহ্নিত। সিটি করপোরেশনের ৯৩ ওয়ার্ডের ১০০টি এলাকায় জরিপ চালিয়ে এ তথ্য পাওয়া গেছে।

গত বছর ঢাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে চিকুনগুনিয়া। সেই ভয়ে এবার নড়েচড়ে বসেছে দুই সিটি করপোরেশন।

এডিস মশা দিনের বেলা কামড়ায়। ঘরের ভেতরেই এই মশা কামড়ানোর আশঙ্কা বেশি। তাই নাগরিকদের নিজেকেই সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের।

পূর্বাশানিউজ/ ১৫ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি