শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ‘সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করায় বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ’


‘সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করায় বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করার কারণেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হতে পেরেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে নিজ কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধানমন্ত্রীর হাতে উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করার সনদ তুলে দেন।

এসময় শেখ হাসিনা বলেন, তৃণমূল উন্নয়নের অন্যতম চাবিকাঠি। ১৯৭৫ সালের পর মাঝের সময়টা না এলে বাংলাদেশ আরও আগেই এগিয়ে যেত।

জনগণনের ওপর সরকার আস্থা রেখেছে, যার প্রতিদান জনগণ দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

২০১৭ সালে আন্তর্জাতিক গণমাধ্যম জরিপে বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে মন্ত্রিসভায় অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে।

প্রসঙ্গত, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠতে যে শর্ত দরকার, তা পূরণ করায় আবেদন করার যোগ্য হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ।

এর আগে, বাংলাদেশ ২০১৫ সালের জুলাই মাসে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়। মাথাপিছু আয়ের বিবেচনায় এ শ্রেণীকরণ করে বিশ্ব ব্যাংক। জাতিসংঘ দেশগুলোকে স্বল্পোন্নত (এলডিসি), উন্নয়নশীল এবং উন্নত- এ তিন পর্যায়ে বিবেচনা করে।

পূর্বাশানিউজ/ ১৯ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি