শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বিশ্বকাপ না জিতলে অবসর নেবেন মেসি


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কয়েকদিন পরেই পর্দা উঠবে রাশিয়া বিশ্বকাপের। এই দিকে বার বার ব্যর্থতার পরে মেসির এবারই শেষ সুযোগ আর্জেন্টিনার জন্য কিছু করা। এবার শিরোপা জয় করতে না পারলে জাতীয় দল থেকে অবসর নিবেন বলে জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

২০০৫ সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পরে দুই হাত ভরে নিয়েছেন নিজের অর্জন গুলো। হয়েছেন পাঁচ বার বিশ্বের সেরা ফুটবলার। কিন্তু এখন পর্যন্ত দলের জন্য বড় কোন সফলতা এনে দিতে পারেননি। কোপা আমেরিকার ফাইনাল মঞ্চে তিন বার উঠে তিন বারই রানার্স-আপ হয়েছে মেসির আর্জেন্টিনা। তাছাড়া গত বিশ্বকাপেরে ফাইনালেও জার্মানির কাছে রানার্স-আপ হয় আর্জেন্টিনা।

এতোটা হতাশার পর এবার বিশ্বকাপ জিততে মরিয়া আর্জেন্টিনা। এবার দলকে সাফল্য না দিতে পারলে অবসর নেয়ার বিষয়ে মেসি বলেন, ‘আমি মনে করি, আমরা রাশিয়ায় বিশ্বকাপ জিতলে না পারলে একমাত্র পথ হবে জাতীয় দল ছেড়ে দেওয়া। আমি রাশিয়ায় শিরোপা জয়ের স্বপ্ন দেখি। আমার ইচ্ছা, ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে আমরা যেভাবে খেলেছি, সেই স্বপ্নটাকে জাগ্রত করা।’

পূর্বাশানিউজ/ ২০ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি