শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


ঋণের সুদহার কমার আশায় ব্যবসায়ীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৮

ডেস্ক রিপোর্ট :

 

দেশে বিনিয়োগ পরিস্থিতির করুণ চিত্র আর ব্যবসায়ীদের আকুল আবেদন আমলে নিয়ে সরকার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে ব্যাংকঋণের উচ্চ সুদহার কিছুটা কমাতে পেরেছিল। ফলে প্রায় দুই বছর ধরে বাড়ছিল বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিও। দীর্ঘ মন্দাভাব কেটে হাওয়া লাগতে শুরু করেছিল বিনিয়োগের পালে। কিন্তু ওলটপালট হতে শুরু করে গত ফেব্রুয়ারি থেকে। তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো তহবিল সংগ্রহের জন্য আমানতের সুদহার বাড়িয়ে দিয়েছে; আর সেই সুযোগে বাড়তি তহবিল খরচ পুষিয়ে নেওয়ার অজুহাত তুলে ব্যাংকগুলো ফের বাড়িয়ে দিয়েছে ঋণের সুদহার। এতে করে ব্যবসায়ীরাও হাত গুটিয়ে নিতে শুরু করেছে, পরিণতিতে আবারও হাহাকার উঠেছে বিনিয়োগে। ঠিক এ পরিস্থিতিতে সময়োপযোগী হস্তক্ষেপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; দেন বহু প্রত্যাশিত আশাব্যঞ্জক নির্দেশনা। গত ১৪ মার্চ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘সুদের হার ডবল ডিজিট হলে সরকার কঠোর হবে। গ্রাহকের ওপর চড়া সুদের হার চাপিয়ে দেওয়া যাবে না। সুদের হার অবশ্যই সিঙ্গেল ডিজিটে রাখতে হবে। আমরা যত দ্রুত সম্ভব সেটা করব।’ প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর গত শুক্রবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করেন। সেখানে আলোচনা হয়—কিভাবে ব্যাংকঋণের সুদহার এক অঙ্কের ঘরে নামিয়ে স্থির রাখা যায়। আজ আবারও বৈঠক হওয়ার কথা। এ মুহূর্তে দেশের ব্যবসায়ী-বিনিয়োগকারীরা বিপুল আশায় বুক বেঁধে আছে, এবার নিশ্চয়ই আসবে সেই যুগান্তকারী সিদ্ধান্ত—ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগে সুবাতাস বয়ে এনে দেশকে আরেক ধাপ অগ্রগতির পথে এগিয়ে নেবে।

ব্যাংকঋণের সুদহার কমিয়ে এক অঙ্কে নিয়ে আসতে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গেও আলোচনা করে সংগঠনটি। অর্থমন্ত্রীও তাদের আশ্বস্ত করেন বলে জানা গেছে।

গত শুক্রবার বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বিএবি অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বলেছে, ব্যাংকগুলো এখন থেকেই এক অঙ্কের সুদে ঋণ দিতে পারবে। এ জন্য সরকারি প্রতিষ্ঠানের আমানতের ৫০ শতাংশ অর্থ বেসরকারি ব্যাংকে রাখা ও ব্যাংকগুলোর নগদ জমার অনুপাত কমানোর কথা বলেছে। এ বিষয়ে আজ রবিবার সোনারগাঁও হোটেলে আবারও ব্যাংকগুলোর সঙ্গে বৈঠকে বসবেন অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

শুক্রবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) বৈঠকে ব্যাংক মালিকদের পক্ষ থেকে নগদ জমার অনুপাত (সিআরআর) ৬.৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার বিষয়ে দাবি তোলেন বিএবির সভাপতি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তিনি বলেন, এসব হলে ঋণের সুদহার এক অঙ্কে নেমে আসবে। আজ রবিবার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিএবির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বাংলাদেশ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘মাস কয়েক আগেও ৯ থেকে ১০ শতাংশের মধ্যে ঋণ পাওয়া যেত। এখন তা ১৪ থেকে ১৬ শতাংশে পৌঁছেছে। এতে স্বাভাবিকভাবেই বিনিয়োগের গতি শ্লথ হওয়ার আশঙ্কা থাকে। এ পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ঋণের সুদহার আগের মতোই এক অঙ্কে নামিয়ে আনার কথা বলেছেন। এর পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী শুক্রবার ব্যাংকগুলোর সঙ্গে যে বৈঠক করেছেন, তাতে আমাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আমরা রবিবারের বৈঠকের দিকে তাকিয়ে আছি। আশা করছি, এদিন ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার জন্য যা যা করণীয় সেসব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তা কার্যকর করা হবে।’

এর আগে গত ৩০ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছিল যে প্রতিটি সনাতনি ব্যাংককে তার ঋণ-আমানত অনুপাত (এডিআর) ৮৫ শতাংশ থেকে কমিয়ে ৮৩.৫ শতাংশ করতে হবে এবং শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে বিনিয়োগ-আমানত অনুপাত (আইডিআর) ৯০ শতাংশ থেকে কমিয়ে ৮৯ শতাংশে নামিয়ে আনতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই এই নির্দেশনা বাস্তবায়নের কথা রয়েছে।

ব্যাংকাররা বলছেন, চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) জন্য ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ বিতরণের প্রবৃদ্ধি ১৬.৮ শতাংশে সীমিত রাখার লক্ষ্য ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ঋণ-আমানতের অনুপাতও কমিয়ে আনা হয়। ওই নির্দেশনা জারির পর থেকে যে ব্যাংকগুলোয় নির্ধারিত অনুপাতের বেশি ঋণ ছিল, সে ব্যাংকগুলো আমানত বাড়িয়ে অনুপাত সমন্বয় করতে চেষ্টা করে। আমানত সংগ্রহের এই চাপে সুদহার বাড়তে পারে বলে আগেই আশঙ্কা করেছিলেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। আবার আমানতের সুদহার বাড়লে ঋণের সুদহারও বেড়ে যাবে, সেই আশঙ্কাও ছিল তাঁদের। অবশেষে সেই আশঙ্কা সত্যি হয়ে ব্যবসায়ীদের ঘুম কেড়ে নিয়েছে।

স্টেকহোল্ডার বা ব্যাংক খাত সংশ্লিষ্টদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এডিআর কমিয়ে আনার নিন্দা জানিয়ে বেসরকারি ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘আমরা আগেই বলেছিলাম এতে ঋণের সুদহার বেড়ে যেতে পারে এবং হয়েছেও তাই।’

এডিআর কমিয়ে আনার নির্দেশনার পরপরই সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘হঠাৎ করে এডিআর কমিয়ে আনলে ব্যাংকগুলোকে হয় ঋণের লাগাম টানতে হবে, না হয় আমানত বাড়াতে হবে। আমানত বাড়াতে হলে বড় ব্যাংকগুলো আমানত সংগ্রহের প্রতিযোগিতায় নামবে। আমানতের সুদহার বাড়লে তহবিল ব্যয় বেড়ে গিয়ে ব্যাংকগুলোর ঋণের সুদহারও বেড়ে যাবে। এতে কস্ট অব ডুয়িং বিজনেস বা ব্যবসার ব্যয় বেড়ে যাবে।’

জানা গেছে, গত জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণার পর ফেব্রুয়ারি থেকেই ব্যাংকগুলো দু-তিন দফা ঋণের সুদহার বাড়িয়েছে। কোনো কোনো ব্যাংকের প্রকল্প ঋণের সুদহার এখন ১৫ শতাংশেও উঠেছে। দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের হিসাবে, গত ফেব্রুয়ারি থেকে ব্যাংক ঋণের সুদহার ৩ থেকে ৪ শতাংশ হারে বেড়ে গেছে। ১০ শতাংশের নিচে এক অঙ্কের সুদে ঋণ পাওয়া যাবে, এমন আশায় যাঁরা নতুন করে বিনিয়োগের স্বপ্ন দেখছিলেন, তাঁদের অনেকেই এখন হতাশায় ভুগছেন। বড় প্রকল্প হাতে নিয়ে ঋণের জন্য আবেদন জমা দিয়ে মঞ্জুর হতে না হতেই ব্যাংকের ঋণের সুদের হার গেছে বেড়ে। এই সুদে ঋণ নিয়ে বিনিয়োগ তুলে আনতে পারবেন না বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, এতে অস্বস্তি দেখা দিয়েছে সরকারের ভেতরেও। কারণ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে, নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে কিংবা ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বড় অন্তরায় হিসেবে কাজ করবে উচ্চসুদের ব্যাংকঋণ।

দেশের ব্যবসায়ী ও শিল্পপতিরা বলছেন, এত উচ্চহার সুদ পৃথিবীর অন্য দেশে নেই। দেশের ভেতরে পণ্য উৎপাদন ও বিপণনে কিংবা বিদেশে পণ্য রপ্তানিতে অন্য যেসব দেশের পণ্যের সঙ্গে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা করতে হয়, সেসব দেশের সুদহার শুধু এক অঙ্কেই নয়, কোনো কোনো দেশে ৫ শতাংশেরও কম। এ অবস্থায় বাংলাদেশে ১৪-১৫ শতাংশ হারে সুদে ঋণ নিয়ে বিনিয়োগ করা শিল্প-প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য অন্য দেশ থেকে আমদানি করা পণ্যের সঙ্গে দামের প্রতিযোগিতায় না পেরে দেশের ভেতরেও বাজার হারাবে, বিদেশে রপ্তানিতেও প্রতিযোগিতা সক্ষমতা কমবে। এতে চূড়ান্তভাবে শিল্পে বিনিয়োগ কমে যাবে, কাঙ্ক্ষিত মাত্রায় কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে না, যার বিরূপ প্রভাব পড়বে অর্থনীতিতে।

এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন গতকাল শনিবার বলেন, গত দুই মাসে ঋণের সুদহার ৩ থেকে ৪ শতাংশ হারে বেড়ে গেছে। এটি দেশের বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে। ঋণের সুদের হার বাড়লে একদিকে যেমন বিনিয়োগ হবে না, তেমনি বাড়বে মূল্যস্ফীতিও। এতে উন্নয়নশীল দেশে উত্তরণ বাধাগ্রস্ত হতে পারে, এসডিজি বাস্তবায়নও কঠিন হয়ে পড়বে।

অল্পদিনের মধ্যেই ঋণের সুদের হার কমে এক অঙ্কে নামবে আশা করে মহিউদ্দিন বলেন, ‘উচ্চ সুদহার নিয়ে আমি সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে কথা বলেছি। অর্থমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে। অর্থমন্ত্রী আমাকে জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক ও অন্য ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার উদ্যোগ তিনি নেবেন। খুব শিগগির এ বিষয়ে ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে আশা করছি।’

নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, কোনো কারণ না থাকলেও ঋণের সুদের হার হু হু করে বেড়ে যাচ্ছে। কলমানি রেট এখনো স্বাভাবিক। হঠাৎ করে ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যেতে পারে না। বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণার পর থেকে ব্যাংকগুলো ওই নীতির সুযোগ নিতে সুদের হার বাড়িয়ে দিয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে কঠোর তদারকি করা দরকার, যাতে তাদের কোনো নীতির অপব্যবহার করে এভাবে সুদহার না বাড়ে।

আবদুল মাতলুব আহমাদ বলেন, মুদ্রানীতিতে এডিআর ৮৫ শতাংশ থেকে কমিয়ে ৮৩.৫ শতাংশ করার কথা বলা হয়েছে। এই সুযোগ নিয়ে ব্যাংকগুলো মাসে তিন-চারবার করে সুদহার বাড়িয়ে দিচ্ছে। এভাবে ঋণের সুদ বৃদ্ধি দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। দেশের স্বার্থে যেকোনো মূল্যে ঋণের সুদহার এক অঙ্কে রাখতে হবে।

ব্যাংকগুলোর আমানত ও ঋণের সুদহারের মধ্যকার ব্যবধান যৌক্তিক পর্যায়ে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া স্প্রেড ৫ শতাংশীয় মাত্রাও অনেক ব্যাংক মানছে না। এ বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, এমনিতেই বিশ্বের কোনো দেশে এত বেশি স্প্রেড নেই। সেখানে বাংলাদেশে ব্যাংকগুলো আমানতের সুদহারের তুলনায় বরাবরই ঋণের সুদহার বেশি রাখছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বেসরকারি অন্তত ১০টি ব্যাংকের স্প্রেড ৫ শতাংশীয় মাত্রার বেশি রয়েছে।

পূর্বাশানিউজ/ ০১ এপ্রিল ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি