বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


রমজানে বাড়বে না পণ্যের দাম: বাণিজ্যমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

আসন্ন রমজানে নিত্যপণ্যের বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

তোফায়েল আহমেদ বলেন, রমজানে নিত্যপণ্যের যে চাহিদা আছে তার চেয়ে বেশি আমদানি এরই মধ্যে হয়েছে। পর্যাপ্ত মজুদ থাকায় কোনো ধরনের সঙ্কট সৃষ্টি হবে না, মূল্যও বাড়বে না। সাধারণত ডলারের মৃল্য বৃদ্ধি, পরিবহন ব্যয় ও বিশ্ব বাজারে পণ্যের দাম বাড়ার প্রভাব স্থানীয় বাজারেও পড়ে। কিন্তু এবারের রমজানে এ ধরনের কোনো সঙ্কট হওয়ার সম্ভাবনা নেই।

সভায় ব্যবসায়ীরা লাইটারেজ জাহাজ সঙ্কটের কথা তুলে ধরে নিত্য পণ্য পরিবহনে অগ্রাধিকারমূলক জাহাজ সরবরাহের দাবি জানান। একই সঙ্গে রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে দিনেও রাজধানীতে নিত্যপণ্যবাহী ট্রাক প্রবেশের সুযোগ চান তারা। অন্যদিকে আগামী কোরবানির ঈদের আগে ট্রাকে ১৩ টনের স্থলে ২০ টন করে পণ্য পরিবহনের সুযোগ চান ব্যবসায়ীরা।

পূর্বাশানিউজ/ ০১ এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি