বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » ধর্মীয় » বৃষ্টির কারণে দুই সিটি কর্পোরেশনেই বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি


বৃষ্টির কারণে দুই সিটি কর্পোরেশনেই বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৮

ডেস্ক রিপোর্ট :

গত কয়েকমাস ধরেই মশার উৎপাতে অতিষ্ঠ রাজধানীবাসী। যদিও এর অধিকাংশ কিউলেক্স মশা হওয়ায় দেখা দেয়নি বড় কোনো রোগের প্রাদুর্ভাব। তবে এরই মধ্যে কয়েক দফা বৃষ্টির কারণে দুই সিটি কর্পোরেশনের ১৯ টি এলাকা বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি। আর এটি উঠে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপে। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একসাথে কাজ করার তাগিদ বিশেষজ্ঞদের।

রাজধানীতে অধিকাংশ কিউলেক্স মশা হওয়ায় দেখা দেয়নি বড় কোনো রোগের প্রাদুর্ভাব। তবে এরই মধ্যে কয়েক দফা বৃষ্টির কারণে বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি।

স্থাস্থ্য অধিদপ্তরের জরিপে দেখা গেছে রাজধানীর দুই সিটি কর্পোরেশনরে ১৯টি এলাকা ঝুঁকিতে রয়েছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার কারণে। এ এলাকার ২০ শতাংশেরও বেশি বাড়িতে রয়েছে এডিস মশার প্রজনন ক্ষেত্র। উত্তর সিটি করপোরেশনের বনানী, বসুন্ধরা, গাবতলী, মগবাজার, মালিবাগ, মিরপুর ১, মহাখালী ডিওএইচএস, নাখালপাড়া, শেওড়াপাড়া, টোলারবাগ আর উত্তরার পাশাপাশি দক্ষিণে বাংলাবাজার, ধানমন্ডি ১, এলিফেন্ট রোড গুলবাগ, মেরাদিয়া,মিন্টু রোড এবং শান্তিনগর রয়েছে বেশি ঝুঁকিতে। ঝুঁকিপূর্ণ এসব এলাকায় বিশেষ ব্যবস্থা নেয়া তো দূরের কথা, মশক নিয়ন্ত্রনের স্বাভাবিক কার্যকলাপেও সন্তুষ্ট নন সাধারণ মানুষ।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, সিটি করপোরেশনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয় না থাকায় মশা নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না।

এদিকে বরাবরের মতো এবারও আশার বাণী শুনাচ্ছে সিটি কর্পোরেশন।

পূর্বাশানিউজ/ ০৫ এপ্রিল ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি