বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপ নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত’


‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপ নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত’


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র উপর ভ্যাট আরোপের বিষয়ে অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটি তার সম্পূর্ণ ব্যক্তিগত মন্তব্য। এটা সরকার বা দলীয় সিদ্ধান্ত নয়।

এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র উপর ভ্যাট থাকবে না বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এর আগে গতকাল রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, যে কোনও মূল্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র উপর ভ্যাট বসানো হবে। ছাত্রদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের মালিকরা কিভাবে তা আদায় করবে সেটা তাদের বিষয়। আমরা এ ব্যাপারে কোনও ছাড় দেব না।

পূর্বাশানিউজ/ ১০ এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি