শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের আইনমন্ত্রীর ‘স্নেহ’


কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের আইনমন্ত্রীর ‘স্নেহ’


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

সরকারি চাকরিতে কোটা নিয়ে শিগগির সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আন্দোলনকারীদের প্রতি স্নেহ প্রকাশ করে তিনি ধৈর্য ধরতে বলেছেন।

বুধবার সচিবালয়ে জেলা জজদের গাড়ি বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

অবশ্য প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এরই মধ্যে গণমাধ্যমকে জানিয়ে দিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। আর সন্ধ্যায় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে শেখ হাসিনা কথা বলবেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

কী সিদ্ধান্ত আসছে-এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের দলের সাধারণ সম্পাদক ও মন্ত্রিসভার সিনিয়র সদস্য ওবায়দুল কাদেরকে দায়িত্ব দিয়েছেন আন্দোলনকারীদের সঙ্গে নেগোশিয়েশন করার জন্য। তিনি ৭ মে পর্যন্ত সময়ের কথা বলেছেন। একটা মোরেটারিয়াম হয়েছে।’

‘কোটার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে। এটা পরীক্ষা-নিরীক্ষা করা হবে। আগামী মাসের সাত তারিখের মধ্যে একটা সিদ্ধান্ত নেয়া হবে।’

‘আমি আন্দোলনকারীদের স্নেহের সঙ্গে বলব, আপনাদের যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন তিনি এটা দেখবেন। নিশ্চিয়ই তিনি এটা দেখেবেন। তবে আমার কাছে আইনি দিকটা যখন আসবে সেটা আমি দেখব। নিশ্চয়ই আমি সেটা নির্দেশিত হয়ে পরিষ্কার করব।’

‘প্রধানমন্ত্রী সেটা নিয়ে দেখছেন। তিনি নিশ্চয়ই এ বিষয়ে নির্দেশনা দেবেন খুব শিগগিরই।’

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে দলটির অভিযোগ নিয়েও আইনমন্ত্রীকে প্রশ্ন রাখেন সাংবাদিকরা। বিএনপির অভিযোগ, সরকারের হস্তক্ষেপে আপিল বিভাগ তাদের নেত্রীর জামিন আটকে রেখেছে।

এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘যে মামলা কোর্টে থাকে সেই মামলা যেহেতু সাবজুডিস। তাই এটা নিয়ে আমি কথা বলতে চাই না। তবে এটুকু বলতে চাই আদালত পুরোপুরি স্বাধীন। তারা স্বাধীনভাবেই সিদ্ধান্ত দেয়।’

‘হাইকোর্ট বলেন, বিজ্ঞ জেলা জজ বলেন আর আপিল বিভাগই বলেন তারা উভয় পক্ষের বক্তব্য শুনেই সিদ্ধান্ত নেন। এখানে সরকারের কিছু করার নেই। যেটা পিপির বক্তব্য সেটি আদালতে দেয়া হয়। এবং আদালত পিপি এবং আসামিপক্ষের বক্তব্য শুনেই তার সিদ্ধান্ত নেয়। সেখানে সরকারের কিছু করার নেই।’

এরআগে জেলা জজদের গাড়ি বিতরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর আমরা জুডিসিয়ারি ইনফ্রাসট্রাকচার এর ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। এরমধ্যে আমরা অবকাঠামো তৈরি করি। জেলা জজদের গাড়ি দিয়েছি। গত বছরও আমরা দিয়েছি। আজকে (বুধবার) আমরা ১৮টি গাড়ি দিয়েছি। এরমধ্যে ১৫টি জেলা জজদের। আর তিনটি জাজশিপের জন্য।’

‘এগুলো হলে বিচার বিভাগ কাজ করার ক্ষেত্রে এগিয়ে যাবে। বিচারপ্রার্থীরা দ্রুত সেবা পাবে।’

পূর্বাশানিউজ/ ১১ এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি