বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


‘খালি মাঠে গোল দিতে চাই না, আমরা খেলতে চাই’


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিএনপিকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, ‘আমরা খালি মাঠে গোল দিতে চাই না, আমরা খেলতে চাই। মাঠ প্রস্তুত আছে। আপনারা মাঠে আসুন। এবার হবে ফাইনাল খেলা। নির্বাচনে আওয়ামী লীগ হ্যাট্ট্রিক করবে। নির্বাচন হবে শেখ হাসিনার অধীনেই।’

বৃহস্পতিবার দুপুরে ভৈরবে ১৯ কোটি টাকা ব্যয়ে ২০ শয্য বিশিষ্ট ট্রমা হাসপাতালের ভিত্তিপ্রস্তর শেষে এক জনসভায় এসব কথা বলেন তিনি।

মোহাম্মাদ নাসিম আরও বলেন, ‘শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করেছেন। আর বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিভাবে দেশে অরাজকতা সৃষ্টি করতে পারে। তাই দেশের জনগণ শান্তিতে থাকতে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকেই বিজয়ী করবে।’

এছাড়াও তিনি কর্মক্ষেত্রে ডাক্তার অনুপস্থিত ও অবহেলা প্রসেঙ্গ হুশিয়ারি দিয়ে বলেন, ‘স্বাস্থ্য সেবায় ডাক্তারদের কোন গাফলতি সহ্য করা হবে না। জনগণের টাকায় আপনারা বেতন নেবেন। আর জনগণকেই সেবা দিবেন না। যদি সেবা দিতে না পারেন চাকরি ছেড়ে দেন। প্রয়োজনে নতুন ডাক্তার দেওয়া হবে।’

দেশে আগামী দুই মাসের মধ্যে আরও পাঁচ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হবে বলেও জানান তিনি।

তাছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ভৈরব থানার সামনে ৩ একর ভূমিতে ২০শয্য বিশিষ্ট ট্রমা হাসপাতাল নির্মাণ প্রসঙ্গে বলেন, দেশে এই প্রথম সার্বধুনিক ট্রমা হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। ফলে এই অঞ্চলের মানুষজন এর সকল সুযোগ-সুবিধা ভোগ করবে।

এদিকে স্থানীয়দের দাবি অনুযায়ী তিনি ট্রমা হাসপাতালের নামকরণ প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ মো. জিল্লুর রহমানের নামে হবে বলেও আশ্বস্ত করেন।

এসময় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো. নাজমুল হাসান পাপন, ট্রমা হাসপাতাল নিমার্ণ কাজের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল এম এ মোহী, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক অ্যাড. এমএ আফজাল হোসেন।

ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র এড. ফখরুল আলম আক্কাছ, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

পূর্বাশানিউজ/ ১২এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি