শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মরণব্যাধি ক্যান্সারের শেষ স্টেজে ইরফান!


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বলিউড অভিনেতা ইরফান খান মরণব্যাধি ক্যান্সারের শেষ স্টেজে আছেন-গত কয়েক দিন ধরেই এমন গুজব শোনা যাচ্ছিল। এমনকি ‘হিন্দি মিডিয়াম’ ছবির অভিনেতার কাছে আর এক মাস সময় আছে বেঁচে থাকার এমনটাও বলছিল অনেকেই। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

ভাগ্যক্রমে অভিনেতা ইরফানের অসুস্থতা নিয়ে রটা এসব গুজবকে বানোয়াট বলে উড়িয়ে দিলেন তার এক ঘনিষ্ঠ আত্মীয়।

আজ বৃহস্পতিবার ইরফানের বরাত দিয়ে এই আত্মীয় হিন্দুস্থান টাইমসকে বলেন, ‘দর্শক ও মিডিয়ার প্রতি মিনতি করে বলছি, আপনারা এমন ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। তার সুস্থতার জন্য আপনাদের সহানুভূতি ও দোয়া দরকার।’

ইরফানের মরব্যাধি ক্যান্সারে আক্রান্তের বিষয়ে তিনি বলেন, ‘কারোর স্বাস্থ্যের বিষয়ে ভালোভাবে না জেনেই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেওয়া ঠিক নয়।’

ইরফানের স্ত্রী সুতপা শিকদার নিজের ফেইসবুক অ্যাকাউন্টে লিখেন, ‘ইরফান রোগটির সঙ্গে যোদ্ধার মতো লড়াই করছে। আন্তরিকতা ও শুভকামনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

ইরফানের অসুস্থতা নিয়ে ভ্রান্ত ধারণা করা থেকে দূরে থাকার প্রতি আহ্ববান জানান সুতপা। তিনি বলেন, ” ‘এটা কি হলো’, ‘এটা কি হওয়া উচিত’ এসব ভাবতে গিয়ে আসুন আমাদের মূল্যবান শক্তিগুলি নষ্ট না করি। বরং তার সুস্থতার জন্য প্রার্থনা করি।”

গত মাসে নিজের ‘বিরল’ রোগের বিষয়টি ভক্তদের টুইট করে জানিয়েছিলেন ইরফান খান। এরপরই মিডিয়ায় তার অসুস্থতা নিয়ে তুমুল ঝড় ওঠে। শুরুর দিকে রোগের বিষয়টি পরিষ্কার না করলেও পরে তিনি ‘নিউরোএন্ড্রেক্রেইন টিউমার’ বা ‘স্নায়ুকোষে টিউমারে’ আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন এবং ভক্তদের কাছে দোয়া প্রার্থনা করেন।

পূর্বাশানিউজ/ ১২এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি