শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


জুতা আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

নোয়াখালী জেলা শহর মাইজদীতে খেলার মাঠ থেকে জুতা আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছে এক স্কুলছাত্র। তার নাম মো. পিয়াল। ছেলের মৃত্যুর খবরে হৃদক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার বাবা।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ড বশিরার দোকান এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে।

১৩ বছর বয়সী পিয়াল পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মো. সোহেল রানার ছেলে। সে নোয়াখালী জিলা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল বৌদ্ধ পূর্ণিমার বন্ধ থাকায় সকালে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের একটি মাঠে ফুটবল খেলতে যায় পিয়াল। খেলার এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হলে সবাই মাঠ থেকে পাশের একটি ঘরে অবস্থান নেয়। এ সময় তাড়াহুড়ো করতে গিয়ে পিয়াল জুতা মাঠে রেখে আসে। স্মরণ হলে বৃষ্টির মধ্যে জুতা আনতে মাঠে ছুটে যায় পিয়াস। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গেই পিয়ালের বাবার হৃদক্রিয়া বন্ধ হয়ে যায়। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বজ্রপাতে স্কুলছাত্র পিয়ালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি