বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


শবে বরাত কি ও কেন?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

শাবান চাঁদের ১৪ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। শব শব্দের অর্থ রাত্রী, বরাত শব্দের অর্থ ভাগ্য। অর্থাৎ আল্লাহ তায়ালা এ রাত্রীতে মানুষের আগত ১বছরের ভাগ্য লিপিবদ্ধ করেন। কে কি করবে, কি খাবে, কি পরিমানে উপার্জন করবে। ইত্যাদী লিপিবদ্ধ করা হবে। হযরত আবু বকর ছিদ্দিক রা. থেকে বর্ণিত রাসুলে পাক সা. এরশাদ করেন, হে মানুষ সকল!

তোমরা শাবানের চাঁদের ১৪ তারিখ রাত্রে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী কর। কারন এটা অতিব পবিত্র রাত্রী। আল্লাহ তায়ালা এ রাত্রিতে সকল মানুসকে লক্ষ করে বলতে থাকেন, কেউ আছোকি রিজিক চাইবে আমি তাকে রিজিক দান করবো অর্থাৎ যা চাইবে আমি তাই দন করবো। অন্য হাদীসে রাসুলে পাক সা.বলেন, যারা এ রাত্রে এবাদত করবে তাদের শবে ক্বদরের সমতুল্য সাওয়াব দান করা হবে। উল্লখ্য যে, এ রাত্রিতে আল্লাহ তায়ালা সবাইকে ক্ষমা করবেন কিন্তু যাদুকর, গনক,বখিল, নেশাখোর, যেনাখোর, সুদখোর এবং মাতা-পিতাকে যারা কষ্ট দিবে এদেরকে ক্ষমা করবেন না।

 

এ রাতে নফল নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, তাছবিহ-তাহলিল, পিতা-মাতা সহ আত্নীয় স্বজনের কবর জেয়ারত কর, সদকা-দান-খয়রাত করা অর্থাৎ এ রাতে সকল প্রকার ভাল কাজ করা যাবে। ২৫ পারা সুরা দুখানের শুরুতে আয়াতে কারীমায় যে মোবারক রাতের কথা উল্লেখ করা হয়েছে তা শবে বরাতকে বুঝানো হয়েছে বলে বহু মোফাচ্ছেরিনে কেরাম মনে করেন।অর্থাৎ এ রাত্রিতে কোরআন শরীফ নাজিলের প্রস্তুতি নেওয়া হয়েছে। আল্লাহ তায়ালার অমীয় বাণী মহাগ্রন্থ আল কোরআান রমজানের ২৭ শে রাত্রিতে প্রথম বারের মত অবতীর্ণ হয়। তাই তার প্রস্তুতি প্রয়োজন ছিল। এ প্রস্তুতি মুলক রাতই ছিল বারাতের মোবারক রজনী। প্রকাশ থাকে যে, এ রাতে ভাল খাবার আাহার করা এবং গটীব মিছকিনদেরকে খাবার বিতরণ করা বড়ই সাওয়াবের কাজ।শবে বরাত উপলক্ষে ৩টি নফল রোযা পালন করতে হয়। এ বছর ১মে মঙ্গলবার দিবাগত রাত পবিত্র শবে বরাত। তাই ৩০ এপ্রিল, ১-২ মে, সোম,মঙ্গল,বুধবার রোযা পালন করতে হবে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি