শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


শ্রমিকদের নতুন মজুরি, ব্র্যান্ডগুলোর সমর্থন দরকার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৫.২০১৮


ডেস্ক রিপোর্ট:

গার্মেন্টসে নতুন মজুরি, চাপ পড়বে ব্র্যান্ডগুলোর ওপর। গার্মেন্টস খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধির লক্ষ্যে নতুন মজুরি বোর্ড গঠনের পর দেশীয় শ্রমিক অধিকার সংগঠনগুলোর পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন শ্রম অধিকার সংগঠনও সক্রিয় হয়েছে। এ লক্ষ্যে বায়ার (বিদেশি ক্রেতা) এবং ব্র্যান্ডগুলোর উপরও চাপ তৈরি হয়েছে। সম্প্রতি ইউরোপভিত্তিক শ্রমিক অধিকার সংগঠনগুলোর বৃহত্ জোট ক্লিন ক্লথস ক্যাম্পেইন অন্তত ২০টি শীর্ষস্থানীয় ব্র্যান্ড ও বায়ারকে এই ইস্যুতে চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে দেশের দ্রব্যমূল্যের বর্তমান অবস্থা বিবেচনায় এ খাতের শ্রমিকদের মজুরি কমপক্ষে ১৯২ মার্কিন ডলার বা ১৬ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। মজুরি বৃদ্ধি হলে ব্র্যান্ডগুলোও যাতে পোশাকের দর বাড়ায়, সে জন্য তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে ব্যবসা অব্যাহত রাখতে অঙ্গীকার করা, শ্রমিক অধিকার নিয়ে কাজ করা নেতাদের হয়রানি রোধে ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে ভূমিকা নেওয়া এবং শ্রমিকের দরকষাকষির ক্ষেত্রে তাদের প্রকৃত প্রতিনিধি নিশ্চিত করতেও ব্র্র্যান্ডগুলোকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের মজুরি এখন সবচেয়ে কম। এ খাতে সর্বনিম্ন মজুরি ৬৮ ডলার। পাঁচ বছর আগে মজুরি বাড়ানোর পর এখন পর্যন্ত মজুরি পর্যালোচনা করা হয়নি। একই সঙ্গে গত পাঁচ বছরে বাংলাদেশের পোশাকের দর বিশ্ববাজারে কমে যাওয়ার বিষয়টিও উল্লেখ করা হয় ক্লিন ক্লথস ক্যাম্পেইনের চিঠিতে। একটি গবেষণার বরাত দিয়ে এতে বলা হয়, সর্বশেষ মজুরি ঘোষণার পর পোশাক রপ্তানির মূল্য অন্তত ১৩ শতাংশ কমে গেছে। এ অবস্থায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার ক্ষেত্রে ব্র্যান্ডগুলোর সমর্থন দরকার।

চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশের অন্যতম শীর্ষ গার্মেন্টস ক্রেতা ব্র্যান্ড এইচএন্ডএম, গ্যাপ, ওয়ালমার্ট, টেসকো, ইনডিটেক্স, সিএন্ডএ ও ভিএফ কে। এ তালিকায় আরো রয়েছে লেভি’স, মার্কস এন্ড স্পেন্সার, প্রাইমার্ক, নেক্সট, ট্যাকো, এএলডিআই, লিড্ল, অ্যামেরিকান ইগল, হুগো বস, এসপ্রিট, এইচবিসি, এএন্ডএফ, কেআইকে, ক্যারিফোর, লিএন্ডফাং, বেনেটনসহ আরো কিছু ব্র্যান্ড।

দেশের গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাড়িয়ে ১৬ হাজার টাকা করার জন্য বিভিন্ন শ্রমিক অধিকার সংগঠন মাঠে রয়েছে। মে দিবসের একাধিক সভা, সমাবেশে শ্রমিক নেতারা দ্রুত ১৬ হাজার টাকা মজুরি ঘোষণার দাবি জানিয়েছেন। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশও (টিআইবি) গার্মেন্টস খাত নিয়ে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ খাতের শ্রমিকদের মজুরি কমপক্ষে ২০২ মার্কিন ডলার হওয়া উচিত বলে মত দিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের কাছাকাছি মাথাপিছু আয় হওয়া সত্ত্বেও এশিয়ার দেশ কম্বোডিয়ায় গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৯৭ ডলার। আর বাংলাদেশে ৬৮ ডলার। বর্তমানে যে সর্বনিম্ন মজুরি রয়েছে, তাও অপেক্ষাকৃত ছোট ও সাব কন্ট্রাক্ট কারখানা বাস্তবায়ন করে না।

বর্তমানে ভারতে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৬০ ডলার, পাকিস্তানে ৯৪ ডলার, ভিয়েতনামে ১৩৬ ডলার, ফিলিপাইনে ১৭০ ডলার।

গত ফেব্রুয়ারি মাসে এ খাতের শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করা হয়। ইতোমধ্যে মজুরি বোর্ড একটি বৈঠক করেছে। শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, বোর্ড ছয় মাসের মধ্যে নতুন মজুরির প্রস্তাব করবে। আর চলতি বছরের মধ্যে তা বাস্তবায়ন করা হবে। এর আগে সর্বশেষ ২০১৩ সালের ডিসেম্বর থেকে গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৫ হাজার ৩শ’ টাকা কার্যকর হয়।

পূর্বাশানিউজ/৫ মে ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি