শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


“এসএসসির রেজাল্ট পরিবর্তন করতে চাইলে শিগগিরই ইনবক্সে আসুন”


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৫.২০১৮

ডেস্ক রিপোর্ট :

আজ রোববার (০৬ মে) সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলো। এরই মধ্যে ফেসবুকে সিটিজি সেল বাজার (Ctg Sell Bazar) নামে একটি গ্রুপে “এসএসসি পরীক্ষার রেজাল্ট পরিবর্তন করতে চাইলে শিগগিরই ইনবক্সে আসুন” এমন শিরোনামে চটকদার বিজ্ঞাপন দিয়েছেন এক যুবক।

ফেসবুকের টাইমলাইনে দেওয়া তথ্য অনুযায়ী ওই যুবকের নাম জয়নাল আবেদীন ইমতিয়াজ। তার কর্মস্থল হিসেবে উল্লেখ করা রয়েছে ‘বাংলাদেশ এডুকেশন বোর্ড’ এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

ফেসবুকে তার রেজাল্ট পরিবর্তন করার পোস্ট দেখে এক প্রবাসী ভাই ওই ব্যক্তির শাস্তির দাবি জানিয়ে  এ বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করার অনুরোধ করেন এবং সেই সাথে তিনি কিছু ফেসবুক ম্যাসেন্জারে চ্যাট করার স্কিনসট দেন যেখানে দেখা যায়- জয়নাল আবেদীন ইমতিয়াজ নামের আইডি থেকে অপর একজনকে বলা হচ্ছে মাত্র নয় হাজার পাঁচ’শ টাকা ফি দিলেই নাকি তিনি এসএসসি পরীক্ষার রেজাল্ট পরিবর্তন করে দিতে পারবেন। এটা নাকি মূল মার্কশিটের সাবজেক্ট নম্বরগুলো পরিবর্তনের মাধ্যমে করা হয় বলেও উল্লেখ করেন তিনি।

পূর্বাশানিউজ/৬ মে ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি