শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮৬৫ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৫.২০১৮

 

ডেস্ক রিপোর্ট :

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮৬৫ জন। যা গতবারের তুলনায় বৃদ্ধি পেয়েছে । গতবার এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৪৫০ জন।

গতবারের ন্যায় এবারও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেরা এগিয়ে রয়েছে। এবার কুমিল্ল বোর্ডে ৩টি বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে ৬ হাজার ৮৬৫ জন। যার মধ্যে ৩ হাজার ৪৮৬ জন ছেলে এবং ৩ হাজার ৩৭৯ জন মেয়ে জিপিএ ৫ পেয়েছে।

রবিবার (৬ মে) বেলা সাড়ে ১২ টায় কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞান বিভাগে ৬ হাজার ৬৪৫ জন জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে ৩ হাজার ৪৩২ জন ছাত্র ও ৩ হাজার ২১৩ জন ছাত্রী । মানবিক বিভাগে ৬২ জনের মধ্যে ছাত্র ১১ জন ও ছাত্রী ৫১ জন। মানবিক বিভাগে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫৮ জনের মধ্যে ৪৩ জন ছাত্র ও ১১৫ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।

উল্লেখ্য যে, কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮২ হাজার ৭১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। যার মধ্যে ছেলে ৮১ হাজার ২৪০ জন ও মেয়ে ১ লক্ষ ১ হাজার ৪৭১ জন। পাশের হার ৮০ দশমিক ৪০ শতাংশ। পাশের হারের দিক থেকে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাশের হার ৮১ দশমিক ২৯ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৭৯ দশমিক ৬৯ শতাংশ।

পূর্বাশানিউজ/৬ মে ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি