শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়ার নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৮

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ পরিচালনার ক্ষেত্রে ভাড়া নির্ধারণের নীতিমালা তৈরি করতে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ বেঞ্চ সোমবার (৭ মে) ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলের করা এক রিট আবেদনের শুনানি শেষে এ রুল জারি করেন।

একই সঙ্গে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজের ভাড়া নির্ধারণে দ্রুত নীতিমালা তৈরি করতে কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। আগামী ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি