বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


চান্দিনায় শতভাগ পাশ ১১ টি প্রতিষ্ঠানে স্কুলের চেয়ে মাদ্রাসা এগিয়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০১৮

 

ডেস্ক রিপোর্ট :

এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষার ফলাফলে কুমিল্লার চান্দিনা উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাশের গৌরব অর্জন করে। এর মধ্যে ১০টি মাদ্রাসা এবং ১টি উচ্চ বিদ্যালয় রয়েছে।

রবিবার কুমিল্লা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশে এ তথ্য নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ২৭টি মাদ্রাসার মাত্র ৮৯৪জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ১০টি মাদ্রাসায় শতভাগ পাশের গৌরব অর্জনের পাশাপাশি ৮৬.১২ শতাংশ হারে ১৬টি জিপিএ-৫ সহ ৭৭০জন শিক্ষার্থী পাশ করে। উপজেলার ১০টি শতভাগ সাফল্য অর্জনকারী প্রতিষ্ঠানের মধ্যে আবেদানূর ফাজিল মাদ্রাসার ২৮জন পরীক্ষার্থীর মধ্যে ৬টি জিপিএ-৫, বাতাঘাসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ১৭জন, মোহনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ৪২জন এর মধ্যে ১টি জিপিএ-৫, বড়ইয়াকৃষ্ণপুর ফাজিল মাদ্রাসা ৫৬জন, লক্ষীপুর আলিম মাদ্রাসা ৩১জন এর মধ্যে ৩টি জিপিএ-৫, পানিপাড়া আলিম মাদ্রাসা ২৩জন, দেওয়ানুল উলুম দাখিল মাদ্রাসা ২৬জন, পূর্ব মাইজখার মহিলা দাখিল মাদ্রাসা ২১জন, অম্বরপুর বাইতুল জান্নাত দাখিল মাদ্রাসা ২২জন এবং কংগাই পশ্চিমপাড়া মহিলা দাখিল মাদ্রাসা ৬জন রয়েছে। অপরদিকে, ৩২টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র আবেদানূর বালিকা উচ্চ বিদ্যালয় শতভাগ পাশের গৌরব অর্জন করে। ওই বিদ্যালয় থেকে ৬৪জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ১৩টি জিপিএ-৫ সহ শতভাগ পাশ করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি