বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পদ্মা সেতুর বসেছে ৪র্থ স্প্যান, দৃশ্যমান ৬০০ মিটার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৫.২০১৮

 

ডেস্ক রির্পোট:

পদ্মা সেতুর ৪র্থ স্প্যান আজ খুঁটিতে বসানো হয়েছে। শনিবার দুপুরে ওই স্প্যানটি জাজিরা প্রান্তে এসে পৌঁছায়। রবিবার সকালে স্প্যানটি ৪০-৪১ নম্বর খুঁটিতে বসানোর কাজ সম্পূর্ণ করেছে সেতু বিভাগ। ১৫০ মিটার লম্বা ও প্রস্থ ১৩ মিটার বিশাল স্প্যানটি ক্রেন দিয়ে উঠানো হয়েছে। স্প্যানটি বসানোর পর সেতুর ৬০০ মিটার দৃশ্যমান হয়েছে। ৪২টি স্প্যান জোড়া দিয়েই পদ্মা সেতু তৈরি হবে।

গত বছর অক্টোবরে প্রথম ও গত ১১ মার্চ তৃতীয় স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর ৪৫০ মিটার দৃশ্যমান হয়েছিল জাজিরা প্রান্তে। চতুর্থ স্প্যানটি ৪০-৪১ খুঁটির মাঝে উঠানো সম্পূর্ণ করেছে সেতু বিভাগ।

সেতু বিভাগের প্রকৌশলীরা জানান, চতুর্থ স্প্যানটি জাজিরা প্রান্তে ৪০-৪১ নম্বর খুঁটিতে বসানো হয়েছে। এর ফলে ৪১ নম্বর খুঁটির কাজ শেষ করে স্প্যান বসানো সম্পূর্ণ করা।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইর্য়াড থেকে স্প্যানটি নিয়ে তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার “তিয়ান ই” ক্রনেটি যাত্রা শুরু করে। স্প্যানটি খুঁটিতে তোলা পুরো কাজটি করেছে ভাসমান ওই ক্রেন আর প্রযুক্তির সাহায্যে। ওই ক্রেনটি দিয়েই খুঁটির ওপরে স্প্যানটি বসানো হয়েছে। স্প্যানটি জাজিরা প্রান্তে পিলারের কাছে পৌছতে দুই দিন সময় লেগেছে।

টোল প্লাজার নির্মাণ কাজ শেষ করেছে সেতু বিভাগ। পদ্মা সেতুর দুপারে দিন রাত চলছে কাজ ও বিশাল কর্মযজ্ঞ। সেতুর নির্মাণ কাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাবে কয়েকগুণ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি