বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৫.২০১৮

ডেস্ক রিপোর্ট :
দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ১০জন নিহত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চারজন, মানিকগঞ্জে ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মোটা ছয়জন মারা গেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। মঙ্গলবার (১৫মে) সকাল পৌনে আটটার দিকে মহাসড়কের শাহপুর বাদশা কোম্পানির নিকটবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জসিম উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বাসে থাকা ৩ যাত্রী। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর আহত একজনের মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেন। এছাড়া অন্য আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৫মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার গাবতলী এলাকার মুক্তাগাছা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মেদ মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, “অটোরিকশাটি টাঙ্গাইল থেকে যাত্রী নিয়ে মুক্তাগাছার দিকে আসছিল। পথে বিপরীতমুখী একটি ট্রাক আটেরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।” নিহতরা হলেন- মুক্তাগাছার খাজুলিয়া গ্রামের জালাল উদ্দিন (৩৮), কমলাপুর গ্রামের মোস্তাফিজুর রহমান লেবু (৪৫)। বাকি একজনের বয়স ৫০ বছর বলে জানালেও তার পরিচয় জানা যায়নি।

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে সদর উপজেলায় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামিন উদদৌলা বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তিনি জানান, সাউদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে ফরিদপুরের আলফাডাঙ্গা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে তিনজন ঘটনাস্থলে নিহত ও ১৫জন আহত হন। আহতদের মধ্যে আটজনকে ঢাকায় হাসপাতালে নেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি