বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


‘বদির বিরুদ্ধে আরো প্রমাণ দরকার’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৫.২০১৮

ডেস্ক রিপোর্ট :

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে মাদক ব্যবসায় সংশ্লিষ্টতার কোনো তথ্য থাকলে তা দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

এমপি বদির বিরুদ্ধে কি কোনো প্রমাণ নেই? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্য বদির বিরুদ্ধে যেসব তথ্য আছে তা পর্যাপ্ত নয়, আরো তথ্য প্রমাণ দরকার।

এমপি বদির বিরুদ্ধে কোনো তথ্যই আপনাদের কাছে নেই? জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই আছে। সেগুলো আমাদের আরো প্রমাণের দরকার। প্রমাণ না পেলে আমরা কারো কাছে যাচ্ছি না।

‘আপনার (সাংবাদিক) কাছে যদি কিছু থাকে পাঠিয়ে দেবেন। সবার কাছে আহ্বান, মাদকের সংশ্লিষ্টতা বিষয়ে কারো বিরুদ্ধে যদি কোনো প্রমাণ থাকে আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের কাছে যাদের প্রমাণ আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি’, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলবে। সে যেই হোক না কেন। আমরা কাউকেই ছাড় দিচ্ছি না। আপনারা এটাও দেখেছেন, আমাদের একজন সংসদ সদস্য কত বছর ধরে জেলে আছেন। তিনি জামিনও পাননি, সেটাও আপনারা দেখেছেন। আইন সবার জন্য সমান। আমরা আইনের বাইরে কাউকে আশ্রয়-প্রশ্রয় দেই না। আপনারা সেটা নিশ্চিত থাকুন।

তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা কাউকে ছাড় দিচ্ছি না, প্রথম কথা হলো এটি। সে বদি হোক, সংসদ সদস্য হোক, আর যেই হোক। শুধু বললেই তো হবে না, সঠিক প্রমাণটি যার বিরুদ্ধে পাচ্ছি, তাকেই অ্যারেস্ট করছি। তথ্য যেগুলো আসছে এর সঙ্গে প্রমাণাদি না যোগাড় করে আমরা কাউকে নক করছি না।

‘আপনারা যার (বদি) নাম বলেছেন, তিনি একবার জেলে গেছেন, তার বিষয়ে আমরা জানার চেষ্টা করছি, জানছি। আপনারাও তথ্য আমাদের দিন। কেউ আইনের ঊর্ধ্বে নন’, বলেন মন্ত্রী।

গোয়েন্দা সংস্থার আগের তালিকায় বদির নাম ছিল, কিন্তু সম্প্রতি তালিকায় তার নাম নেই- এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘আপনারা শুনেছেন, আমরা তো দেখছি। আপনারা তো শুনে শুনে অনুমানভিত্তিক কথা বলছেন। আমরা বলছি তথ্যভিত্তিক, প্রমাণভিত্তিক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি