শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মাদক অভিযানের গভীরে রাজনৈতিক উদ্দেশ্য : রিজভী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৫.২০১৮

 

ডেস্ক রিপোর্ট :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘মাদক অভিযানের নামে বিচারবহির্ভূত হত্যার যে হিড়িক চলছে এর গভীরে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য; সেটা হচ্ছে মাদকবিরোধীদের নির্মূল করতে গিয়ে টার্গেট করে বিরোধী দলের তরুণ নেতাকর্মীদের মিথ্যা অভিযোগে মেরে ফেলা।’ তিনি অভিযোগ করেন, ‘সোমবার রাতে নেত্রকোনার কথিত ক্রসফায়ারে হত্যা করা হয়েছে ছাত্রদলের সদস্য আমজাদ হোসেনকে। আমি সেখানকার অনেকের সঙ্গে কথা বলেছি, তাঁরা বলেছেন আমজাদ অত্যন্ত ভালো ছেলে। শুধু মাদক নয়, কোনো ধরনের ধূমপানও সে করত না।’

রিজভী বলেন, ‘গত সাড়ে ৯ বছরে সারা দেশ মাদকে ছেয়ে গেছে। গোটা যুবসমাজকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে মাদকের বিস্তার ঘটানো হয়েছে। এর পেছনে দায়ীরা হলো সরকারদলীয় বদির (সংসদ সদস্য) মতো রাঘব বোয়ালরা। তাদের ধরছে না কেন? এ থেকে সরকারের আসল উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়।’ গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গতকাল এক আলোচনাসভায় ‘দেশে কি কোনো আইন নেই’—এই প্রশ্ন তুলে বলেছেন, ‘সারা দেশে মাদক অভিযানের নামে তারা (সরকার) বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করছে। গত এক দিনেই ১১ জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছে।’ তিনি বলেন, ‘যদি মাদক ব্যবসায়ী হয়, যদি কোনো মাদক ব্যবহারকারী হয়, যেকোনো অন্যায়কারী হয় তাহলে এ দেশে বিচারের ব্যবস্থা আছে, আইন আছে, আমাদের সংবিধান আছে। সেটাকে ভ্রুক্ষেপ করছে না এই সরকার।’

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘আগামী নির্বাচন সামনে রেখে আতঙ্ক তৈরি করাই সরকারের উদ্দেশ্য। মানুষকে ভয় পাইয়ে দেওয়ার এটি তাদের নতুন প্রকল্প। এই রমজান মাসে কর্দমাক্ত খানাখন্দে ভরা রাস্তাঘাট, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমূল্যে জনজীবনে নাভিশ্বাস ও আইন-শৃঙ্খলার করুণ পরিণতিতে দেশের বেহাল ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার দৃষ্টি ফেরানোর কৌশলে লিপ্ত রয়েছে কি না সে প্রশ্নই আজ জনমনে উঁকি দিয়েছে।’

রিজভী বলেন, ‘আমি বেআইনি ক্রসফায়ারে হত্যা বন্ধের জোর দাবি জানাচ্ছি। সব বিচারবহির্ভূত হত্যার সুষ্ঠু তদন্ত দাবি করছি। একই সঙ্গে সব দেশি-বিদেশি মানবাধিকার সংস্থা, গণমাধ্যম ও সুধীসমাজকে গুম-খুন-বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জোর দাবি জানাচ্ছি।’ নিখোঁজ এম ইলিয়াস আলীর বনানীর বাসায় গভীর রাতে গোয়েন্দা পুলিশের ‘তাণ্ডবের’ নিন্দা জানান রিজভী।

রাজশাহী সিটি করপোরেশনের সাহেব বাজারের মার্কেটে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নামে টানানো শুভেচ্ছা ব্যানার খুলে ফেলা ও মেয়রের সঙ্গে পুলিশের অসৌজন্যমূলক আচরণের ঘটনার নিন্দা জানান তিনি। সংবাদ সম্মেলনে দলের নেতা হায়দার আলী, কবীর মুরাদ, মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য দেন। তিনি বলেন, ‘মাদক অভিযানের নামে আজকে যাদের বিচারবহির্ভূত হত্যা করা হচ্ছে আমরা জানি না আসলে তারা কে। তারা কি রাজনৈতিক বিরোধী কণ্ঠস্বর নাকি তারা আসলে মাদক ব্যবসায়ী বা মাদকসেবী? এটা দেখানোর জন্য, প্রমাণ করার দরকার ছিল কোর্টে, তারা কারা? কোনো সভ্য দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’ বিএনপি মাদকের বিরুদ্ধে মন্তব্য করে তিনি বলেন, ‘আপনাদের (ক্ষমতাসীন) এমপি থেকে শুরু করে সারা বাংলাদেশ যাকে মাদকের সম্রাট হিসেবে চেনে প্রথমে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, মাদকসম্রাটের আশপাশের লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি