শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


এবারের আইপিএল কেমন কাটলো সাকিবের?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০১৮

ডেস্ক রিপোর্ট:

আইপিএলের এগারোতম আসরের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন সাকিব। ব্যাটিং-বোলিংয়ে অলরাউন্ড পারফরম্যান্সে ছাপিয়ে গেছেন অনেক নাম করা তারকাকে। ফাইনালে চেন্নাইয়ের কাছে ৮ উইকেটে হারলেও সানরাইজার্স হায়দারাবাদের জার্সিতে সবকটি ম্যাচ খেলে (১৭ ম্যাচে) প্রমাণ করেছেন কতাটা গুরুত্বপূর্ণ তিনি।

আইপিএলের এবারের আসরে বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। ১৭ ম্যাচে খেলে ৮ ইকোনোমিতে ১৪টি উইকেট তুলে নিয়েছে। আইপিএলে এবারের আসরে উইকেট শিকারে তার অবস্থান ১৩তম। বোলিংয়ে ১৪ ম্যাচে ৮ ইকোনোমিতে সর্বোচ্চ ২৪ উইকেট শিকার করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের পেসার টাই।

অন্যদিকে, ১৭ ম্যাচ খেললেও সাকিব ব্যাটিংয়ে নেমেছেন ১৩ ম্যাচে। যেখানে ১২১ স্ট্রাইক রেটের কিছুটা বেশি করে তুলেছেন ২৩৯ রান। ব্যাটিং তালিকায় তাই তার অবস্থান হয়েছে ৩২তম। ১৭ ম্যাচে ৮টি হাফসেঞ্চুরির সাহায্যে ৫২.৫০ গড় ও ১৪২.৪৪ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ৭৩৫ রান করেন হায়দ্রাবাদের নিউজিল্যান্ড দলনেতা উইলিয়ামসন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি