শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদির মরুতে জঙ্গি প্রশিক্ষণের প্রামাণ্যচিত্র নিয়ে নতুন বিতর্ক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০১৮

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের মরুভূমিতে আল-কায়েদার একটি প্রশিক্ষণ শিবির। সেখানে আল-কায়েদার কর্মকাণ্ড নিয়ে তৈরী করা হয়েছে একটি প্রামাণ্যচিত্র। প্রামাণ্যচিত্রটির নাম ‘পাথ অব ব্ল্যাড’। এটি নির্মান করেছেন বাফটা জয়ী চলচ্চিত্র নির্মাতা জোনাথন হ্যাকার। এ প্রামাণ্যচিত্রটি আগামী ১৩ জুলাই ব্রিটেনে মুক্তি পাচ্ছে। প্রামাণ্যচিত্রটি নিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

দেখা যাচ্ছে, জঙ্গি সংগঠনটির একদল তরুণ যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে। শুধু তাই নয়, নিজেদের কর্মকাণ্ড ভিডিওতে ধারণ করছেন তারা। এমন কিছু গোপন ভিডিও ফুটেজ নিয়ে তৈরি প্রামাণ্যচিত্রটির নাম দেওয়া হয়েছে ‘পাথ অব ব্ল্যাড’।

সৌদির নির্জন মরুভূমিতে আল-কায়েদা যোদ্ধারা কিভাবে ঘাঁটি গাড়ছে সেসব দৃশ্য প্রামাণ্যচিত্রে ধারণ করা হয়েছে। মরুভূমিতে গড়ে তোলা প্রশিক্ষণ শিবিরে চলছে জোর তৎপরতা। ‘আল্লাহু আকবার’ বলে যুদ্ধের মহড়ায় অংশ নিচ্ছেন সংগঠনটির তরুণ যোদ্ধারা।

জানা গেছে, আল-কায়েদার যোদ্ধাদের প্রশিক্ষণের  ফুটেজ উদ্ধার করেছে সৌদি গোয়েন্দারা। পরে ওই ফুটেজগুলো চলচ্চিত্র নির্মাতা জোনাথন হ্যাকারের হাতে পড়ে।

জোনাথন হ্যাকার বলেন, ফুটেজগুলো দেখার সাথে সাথে আমি বুঝতে পারি, সেগুলো দিয়ে দারুণ একটি চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব হবে। ফুটেজগুলোতে কোনো ধরনের সম্পাদনা করা হয়নি। যেভাবে উদ্ধার করা হয়েছে, সেভাবে দেখতে পাবেন দর্শকরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি