শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


‘একরামুলের খুনকে এরা বলে, দু’একটা ভুল হতেই পারে’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৬.২০১৮

ডেস্ক রিপোর্ট:

একরামুল হকের নিহতের ব্যাপারে তোলপাড় সারাদেশ। সাধারন মানুষ থেকে শুরু করে গণমাধ্যমেও এনিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। বিশিষ্টজনেরাও এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

একরামুলের খুন ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল তার ফেসবুক পেজ-এ লিখেছেন- খুন করতে করতে এরা পাষণ্ডে পরিণত হয়েছে। না হলে একরামুল খুন হওয়ার পর কেমন করে বলে দু’একটা ভুল হতেই পারে!

তিনি আরো লিখেছেন, আমার প্রশ্ন, ভুলটা কি? অডিও টেপ ধরা পরে যাওয়াটা? নাকি বিনা বিচারে মানুষ মেরে ফেলাটা? যদি দ্বিতীয়টা হয় তাহলে ভুল একটা দুটো না হাজারটা হয়েছে। যদি প্রথমটা হয় তাহলে এটা ভুল না, জঘন্য অপরাধ। জঘন্যতম অপরাধ।

এটা সবাই বুঝে। বুঝে না শুধু সরকারের লােকজন আর কিছু অন্ধ স্তাবক।

উল্লেখ্য, মাদক বিরোধী অভিযানে কক্সবাজারের টেকনাফের কাউন্সিলর গত ২৬শে একরামুল হক নিহত হয়েছেন। তিনি ১৩ বছর টেকনাফ যুবলীগের সভাপতি ছিলেন। তিন বারের নির্বাচিত কাউন্সিলর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি