বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » নতুনদের কেউ কেউ অতিমাত্রায় মাদকাসক্তিতে জড়িয়ে পড়ছে: জায়েদ খান


নতুনদের কেউ কেউ অতিমাত্রায় মাদকাসক্তিতে জড়িয়ে পড়ছে: জায়েদ খান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৬.২০১৮

ডেস্ক রিপোর্ট :

চিত্রনায়ক জায়েদ খান বলেছেন, চলচ্চিত্রে কাজ করেও জীবনে কখনো মাদক স্পর্শ করিনি। বর্তমানে চলচ্চিত্র অঙ্গনে নতুন মেয়েদের মাঝে বেশি মাত্রায় কমিটমেন্টের অভাব লক্ষ্য করা যাচ্ছে, ঠিক মতো শ্যুটিংয়ে আসছে না, তারা নিয়মিত রাত জাগছে। এমনকি গ্রোমিং করতে গিয়ে দেখা গেছে, নতুন যারা আসছে তাদের মধ্যে কেউ কেউ অতিমাত্রায় মাদকাসক্তি বা ইয়াবায় জড়িয়ে পড়ছে। খুঁজতে গিয়ে ব্যাগে ইয়াবা সামগ্রীও পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আমি কিন্তু সবার কথা বলছি না, বলছি নতুনদের কেউ কেউ এসব কার্যক্রমে জড়িয়ে পড়ছে। যা ইতোপূর্বে প্রতিষ্ঠিত সিনিয়র অভিনেত্রীদের মাঝে কখনো লক্ষ্য করা যায়নি। এসময় তিনি চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

আজ শনিবার সকালে রাজধানীর ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স  আয়োজিত ‘মাদক বিরোধী অভিযান ও বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

জায়েদ খান অারও বলেন, ঈদের পর শিল্পী সমিতির পক্ষ থেকে জেলায় জেলায় মাদক বিরোধী কনসার্ট করবেন। সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণসহ ইত্যাদি কার্যক্রম হাতে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব ফরিদ উদ্দিন আহমদ, সংস্কৃতি মন্ত্রণালয় সচিব নাসির উদ্দিন আহমদ, জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্য ডা. অরুপ রতন চৌধুরী, বিএসএমএমইউ এর ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনাত হুদা, সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট বাসেত মজুমদার, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার (অব.), নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মো. আব্দুর রশীদ (অব.), জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ বিশেষজ্ঞ ডা.ফারজানা, জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ আসলাম, অভিনেতা মুক্তিযোদ্ধা ফারুক, অভিনেতা পীযুষ বন্দোপাধ্যায়, অভিনেতা পীযুষ বন্দোপাধ্যায়, সাবেক ক্রিকেট অধিনায়ক হাবিবুল বাশার সুমন, সম্পাদক ইমদাদুল হক মিলন, সম্পাদক নঈম নিজাম প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি