বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় মেয়র সাহেবের নাকে কি একটু গন্ধও লাগে না?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৭.২০১৮

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর টমছম ব্রিজ, নবাব বাড়ি, ঝাউতলা, চকবাজার পাশে কি কখনো আমাদের মেয়রসাহেব খানিকক্ষণের জন্য দাঁড়িয়েছেন? দাঁড়ানো বাদ দিলাম। কখনো হেঁটে গেছেন এর পাশ দিয়ে?

যাননি নিশ্চিত। না হলে এভাবে মানুষকে এখানে মল-মূত্র ত্যাগ করতে হয়তো দিতেন না। যারা প্রতিদিন স্কুলকলেজ, পপথচারী, অফিস-দোকানে আসা-যাওয়া করেন তারা চেপে চেপে নাক ব্যথা করে ফেলেন। কিন্তু গন্ধ নতুন হয় প্রতিদিন, প্রতিক্ষণ। যারা খোলা রাস্তায় এভাবে পেশাব-পায়খানা করেন, তাদের লজ্জা হয়না। লজ্জা পাই আমরা পথচারীরা।

মেয়র সাহেব কি একটু লজ্জিত হবেন? নগরীর বেশ কয়েকটি বড় ডাস্টবিন খোলা অবস্থায় রয়েছে বহুদিন ধরে। কতশত শিক্ষিত-অশিক্ষিত মানুষ এর সামনে দিয়ে আসা-যাওয়া করেন প্রতিদিন। ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়। মানুষ শপিং এ আসে হাজারে হাজারে। কিন্তু এই ডাস্টবিন দিনে দিনে যেন ভাগাড়ের রূপ ধারণ করেছে। বিকট গন্ধে পেট ফুলে যাওয়ার দশা হয় প্রতিদিন।

দেখার এবং গন্ধ সহ্য করার মানুষ আছে কত! এইরন ডাস্টবিন খোলা পেশাব-পায়খানার জায়গার নাম বলা যাবে। বিকট গন্ধের বিশ্রী বর্ণনাও দেয়া যাবে। কিন্তু লেখা শেষ হবেনা। নগরীতে এমন কিছু বড় ডাস্টবিন , ময়লা, ময়লা খাওয়া কাক এগুলো মানুষকে সহ্য করতে হয়। স্কুল কলেজ ছুটির পর কারো যদি ডাস্টবিন বরাবর অপেক্ষা করতে হয় তাহলে পেট ফেটে যাওয়ার দশা হয়। মেয়র সাহেবের হয়তো এই অভিজ্ঞতা নেই। তাই গন্ধ কত প্রকার, কি কি তাদের বোধগম্য হবেনা।

এত আয়োজন, এত আলোচনা-সমালোচনার ভেলায় ভেসে মেয়র হলেন। এই বড় বড় ডাস্টবিনগুলো কবে সরাতে পারবেন বলে আপনাদের মনে হয়। কত বছর ধরে এই ডাস্টবিনগুলো নগরীর রাস্তায় খোলা পড়ে আছে সেটা কি আপনারা হিসেব করে বলতে পারবেন?

মনে হয়না। বা কতদিন এভাবে আমাদের নাক চেপে চলাফেরা করতে হবে, সেটা কি একটু ভেবে বলতে পারবেন? মাঝে মাঝে আপনাদের দেখা যায়, সংবাদ সম্মেলন করছেন। হাতে বাহারি ঝাড়ু নিয়ে, কোদাল দিয়ে একটু ময়লা সাফ করে মিডিয়ার কাভারেজ পাচ্ছেন।

কী আজব মিডিয়া আমাদের! মিডিয়ার মানুষগুলোর নাকেও কি বিকট গন্ধ একটু লাগেনা। আপনারা যে কিছু করছেন না, সেটা আমরা বলছিনা। খোলা ডাস্টবিন সরাতে না পারলে? -এর খবর কি আমাদের নগরপিতা নিয়েছেন? খুব সকালে যদি মেয়র সাহেবরা গাড়ি নিয়ে কুমিল্লা নগরীতে ঘুরতে বের হন তাহলে এই দৃশ্য দেখতে পারবেন। অথবা গভীর রাতেও বের হতে পারেন। প্রতিবছর হাজার হাজার কোটি টাকার বাজেট হয়। কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাস হয়, অফিস সাজানো হয় নতুন নতুন সাজে। মেয়র আসে মেয়র যায়, দামি দামি গাড়ি কেনা হয়।

প্রমোশন হয়, সরকারি চাকরি পায় শত শত মানুষ। কিন্তু ময়লা আবর্জনার কোনো সুরাহা হয়না। মেয়র সাহেবরা মিডিয়াকে ডেকে এনে কোদাল বা ঝাড়ু দিয়ে সামান্য ময়লা আবর্জনা সাফ করে ছবি তুলে, ভিডিও দিয়ে গণমাধ্যমে জায়গা করে নেন বটে, কিন্তু কুমিল্লার রাস্তায় রাস্তায় খোলা ডাস্টবিনে বিকট গন্ধের ময়লা কমেনা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি